প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫ পিএম
রাজনৈতিক পট পরিবর্তনের পর সকল স্তরেই চলছে সংস্কার। তারই ধারাবাহিকতায় ক্রীড়াঙ্গনেও এসেছে বেশ কিছু পরিবর্তন। গত ২৯ আগষ্ট গঠন করা হয় সার্চ কমিটি। ১০ সেপ্টেম্বর ৪৫ টি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি/অপসরান করে দেয় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। এরপর ১৪ নভেম্বর ৯ টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করে মন্ত্রণালয়। কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান এসএম নেওয়াজ সোহাগ।
যদিও তিনি দায়িত্ব নেওয়ার পর সমালোচনার ঝড় উঠে ক্রীড়াঙ্গনে। অনেকেই দাবি করেন সোহাগের অপসারণ। অবশেষে সোহাগের দূর্নীতির তদন্ত করতে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় পরিষদ।
সম্প্রতি ‘দুর্নীতিবাজ সোহাগ হটাও, জাতীয় খেলা কাবাডি বাঁচাও’- ব্যানারে মানববন্ধন করেছেন জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। আজ জাতীয় ক্রীড়াপরিষদের পরিচালক (অর্থ) মো. সাইদুর রশিদকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো. ছামছুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাড়ি করা হয়েছে। সেখানে বলা হয়েছে- সাইদুর রশিদেকে সোহাগের দুর্নীতির পরিপূর্ণ আইনী তদন্তের জন্য নিয়োগ দেওয়া হলো। আগামী ১৫ দিনের মধ্যে তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’