× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকা সফর

দলে ফিরেছেন বাবর, বিশ্রামে শাহিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২ পিএম

টেস্টে ফিরেছেন বাবর, তবে পিসিবি বিশ্রাম দিয়েছে শাহিন শাহকে— সংগৃহিত ছবি

টেস্টে ফিরেছেন বাবর, তবে পিসিবি বিশ্রাম দিয়েছে শাহিন শাহকে— সংগৃহিত ছবি

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সফরে তিন ফরম্যাটে দলে ফিরেছেন বাবর আজম। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টেই বাদ পড়েছিলেন তিনি। শাহীন শাহ আফ্রিদি অবশ্য টেস্ট স্কোয়াডে নেই। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন।

দল ঘোষণায় চমকও রেখেছে পাকিস্তান। তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস। টেস্ট স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে আছেন নোমান আলী। বিস্ময়করভাবে ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত নৈপুণ্যের পরও বাদ পড়েছেন স্পিনার সাজিদ খান।

তিন ফরম্যাটেই বাবর আজমের সঙ্গে আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব ও সালমান আলী আগা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড নৈপুণ্য দেখিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম।

সফরে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দুই দল। টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর। টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে খেলবেন রিজওয়ান।

টেস্ট স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আমের জামাল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব ও সালমান আলী।

ওয়ানডে স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী, শাহীন শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।

টি-টোয়েন্টি স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), উসমান খান, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহাঁদাদ খান, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলী, শাহীন শাহ, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা