জার্মান কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৭ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৫ পিএম
পেশাদার ফুটবল ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখলেন মানুয়েল নয়ার। লড়াইয়ের শুরুতেই ক্যাপ্টেন মাঠ ছাড়লে দিশেহারা হয়ে পড়ে বায়ার্ন মিউনিখ। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাভারিয়ানরা। জার্মান কাপের রেকর্ড চ্যাম্পিয়নদের বিদায় করে আসরের শেষ আটে নাম লিখেছে বায়ার লেভারকুসেন।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে জার্মান কাপের শেষ ষোলোতে ১-০ গোলে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লেভারকুসেন। একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন ন্যাথান টেলা।
গতবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বায়ার্ন। এবার বুন্দেসলিগায় দারুণ ছন্দে থাকলেও এবার বায়ার্নের জার্মান কাপ জয়ের লড়াই থেমে গেল একটু আগেভাগে।
বুন্দেসলিগায় অপরাজিত বায়ার্ন চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলে প্রথম হারের স্বাদ পেল। তাতেই শেষ হয়ে গেল তাদের একটি শিরোপা জয়ের আশা।
জার্মান কাপে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন সবশেষ এ টুর্নামেন্টে শিরোপা জেতে ২০১৯-২০ মৌসুমে। সেই থেকে এনিয়ে পাঁচ আসরে একবারও কোয়ার্টার-ফাইনালের বৈতরণী পার হতে পারেনি তারা।