প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১১:২৭ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১১:৪৫ এএম
মেহেদী হাসান মিরাজ
প্রথমবারের মতো টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেটা দেশের বাইরে। প্রথম অ্যাসাইনমেন্টেই ধরা দিয়েছে সাফল্য। অ্যাওয়ে সিরিজে তার নেতৃত্বে বাংলাদেশ লিখেছে জয়ের গল্প; যা তার ক্যারিয়ারেই অন্যতম সেরা সাফল্যগুলোর মধ্যে জায়গা করে নেবে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের পর স্যাবাইনা পার্কে মিরাজ বললেন তেমনটাই, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।’
কীভাবে এলো টেস্ট জয়ের মতো এমন সাফল্য? তা আবার ভিন দেশে। জয়ের কৃতিত্ব সতীর্থদের দিয়ে মিরাজ বলেন, ‘সবাই মন থেকে জিততে চেয়েছিল, জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না। সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি।’