প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ১০:২৭ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ। যদিও ভেজা আউটফিল্ডের কারণে ৫ ঘণ্টারও বেশি সময় খেলা মাঠে গড়ায়নি। শেষ বেলাতে টস জিতে আগে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটাররা যথারীতি বিপর্যয় দিয়ে শুরু করেছে। যদিও ক্যারিবীয়দের জোড়া ক্যাচ মিসে ফিফটির দেখা পেয়েছেন একাদশে ফেরা ওপেনার সাদমান ইসলাম। তাতে প্রথম দিন শেষে ২ উইকেটে ৬৯ রান করেছে সফরকারীরা।
শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকার কিংস্টন সাবিনা পার্ক স্টেডিয়ামে একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে মেহেদী হাসান মিরাজের দল। ওপেনিংয়ে ব্যর্থ জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম এবং পেসার শরিফুল ইসলামের পরিবর্তে নাহিদ রানা একাদশে ফিরেছেন। এদিন বৃষ্টি না হলেও আগের টানা বর্ষণে ভেজা আউটফিল্ড দুই দলকে অপেক্ষায় রাখে দীর্ঘ সময়। ফলে ৩০ ওভারের এক সেশনেই কেবল মাঠে গড়িয়েছে।
আগে ব্যাট করতে নেমে যথারীতি নিজের উইকেট দিয়ে শুরুটা করেছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। কেমার রোচের করা পঞ্চম ওভারের শেষ বলটি ছিল অফ স্টাম্পের কিছুটা বাইরে। এমন বলে ব্যাটের কানা ছুঁয়ে দেন জয়, লাফিয়ে সেটি তালুবন্দী করেন উইন্ডিজ উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা। আগের ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ৬ রান করা ডানহাতি এই ব্যাটার এবার ফেরেন ৩ রানে।
৮ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ আর ২ রান যোগ করতেই হারায় ওয়ানডাউনে নামা মুমিনুল হককেও। সবসময়ই কেমার রোচকে রীতিমতো আতঙ্ক মানা বাংলাদেশের এই উইকেটও তারই দখলে। ফুল লেংথে ফেলা বলটি মুমিনুলের ডিফেন্ড করতে চাওয়া ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে। টাইগারদের অভিজ্ঞ ব্যাটার ৬ বলে রানের খাতা খোলার আগেই ফিরলেন।
বাংলাদেশ দিনের পরবর্তী ২৩ ওভারে আর কোনো উইকেট না হারালেও তাতে কৃতিত্ব ছিল উইন্ডিজদের। কারণ ব্যক্তিগত ফিফটি হাঁকানো সাদমানের দুটি এবং আরেক অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দীপুর একটি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। ১৫ ও ৩৫ রানে থাকাবস্থায় সাদমান এবং ৮ রানে দীপু দ্বিতীয় জীবন পান। সেই সুযোগ কাজে লাগিয়েছেন টাইগার ওপেনার সাদমান। অবশ্য টেস্টে পঞ্চম ফিফটির তিনটিই তিনি উইন্ডিজদের বিপক্ষে করেছেন।
১০০ বলে ৩টি চার এক ছক্কায় ৫০ রানে অপরাজিত আছেন সাদমান। আরেক অপরাজিত ব্যাটার দীপু করেছেন ৬৩ বলে ১ বাউন্ডারিতে ১২ রান। উইন্ডিজদের হয়ে দুটি উইকেটই পেয়েছেন অভিজ্ঞ পেসার কেমার রোচ। দুই ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।