× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রাইস্টচার্চ টেস্ট

উইলিয়ামসনের ৯৯৯ বাউন্ডারি, ক্রাইস্টচার্চে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ০৩:৪১ এএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৫ এএম

কেইন উইলিয়ামসন

কেইন উইলিয়ামসন

ক্রাইস্টচার্চে চলছে ইংল্যান্ডের দাপট। ৩১৯ রান নিয়ে তৃতীয় দিন ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমেছে ৪৯৯ রানে। তাতে ইংলিশদের লিড দাঁড়িয়েছে ১৫১। নিউজিল্যান্ড প্রথম ইনিংসের এত বিশাল ঘাটতি পুষিয়ে নিতে গিয়ে খুইয়ে ফেলেছে ৬ উইকেট।

তৃতীয় দিন শেষে ৬ উইকেটের বিনিময়ে তুলেছে মাত্র ১৫৫। লিড বলতে মাত্র ৪ রানের। হাতে রয়েছে মাত্র ৪ উইকেট। তিন দিন না যেতেই টেস্টের লাগাম টেনে ধরেছে অতিথি ইংল্যান্ড। এখন স্বাগতিক কিউইদের আশার প্রদীপ হয়ে আছেন ড্যারিল মিচেল। ডানহাতি এ ব্যাটার অপরাজিত ৩১ রান নিয়ে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কিউইরা। দলীয় ২৩ রানে সাজঘরের পথ ধরেন দুই উদ্বোধনী ব্যাটার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। পরে কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র লিখেন ৪১ রানের পার্টনারশিপের গল্প।

রবীন্দ্র ব্যক্তিগত ২৪ রানে ক্রিজ থেকে বিদায় নিলে মিচেলকে নিয়ে জুটি বাঁধেন উইলিয়ামসন। এই জুটির ৬৯ রান এনে দেওয়ায় ৩ উইকেটে ১৩৩ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। তবে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত ৬১ রানে ফিরে গেছেন।

রেকর্ড গড়লেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ব্যাটার হিসেবে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেন উইলিয়ামসন। ছিল টেস্ট ক্যারিয়ারে ১০০০ চারের মাইলফলক স্পর্শ করার হাতছানিও। তবে থেমেছেন ৯৯৯ চারেই। দিনের শেষ দিকে আউট হন প্রথম ইনিংসে ৫৮ রান করা গ্লেন ফিলিপস। ৩টি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও ওকস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা