টস ছাড়াই প্রথম সেশন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪ ০০:০৯ এএম
বৃষ্টির পেটে দুপুর অব্দি গেছে, তবে খুব দ্রুতই শুরু হতে পারে খেলা— সংগৃহীত ছবি
সকাল থেকেই বৃষ্টি। টস হওয়ার আগে একটু ধরে আসলেও মাঠ তখনও খেলার জন্য অপ্রস্তুত। দিনের শুরুর সেই বৃষ্টি বাগড়া লাঞ্চ অবধি চলছে, একটি বলও গড়ায়নি মাঠে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে টসও হয়নি। বৃষ্টির পেটে প্রথম সেশন গেছে। তবে সম্ভাবনা আছে দিনের বাকি দুই সেশন মাঠে গড়ানোর।
গতকাল শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিংসটনের সাবিনা পার্কের আউটফিল্ড ভেজা ছিল। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, খুব দ্রুতই মাঠ প্রস্তুত হবে। স্থানীয় সময় দুপুর দুইটার সময় মাঠ পরিদর্শনে যাবেন ম্যাচ অফিসিয়ালসরা। সব ঠিক থাকলে দিনের খেলা বেরসিক বৃষ্টির পেটে হয়ত যাবে না।
সিরিজ সমতায় শেষ করার লক্ষ্য নিয়ে জ্যামাইকার মাঠটিতে নামছে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৯টায়। এর ৩০ মিনিট আগে টস হওয়ার কথা থাকলেও হয়নি। মূলত উইকেটের আশেপাশের জায়গায় ও আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে হয়নি টস। টেস্টটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর। আগের টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে আছে টাইগাররা।
সব মিলিয়ে ২১ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ১৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় চারটিতে। বাকী দুই টেস্ট ড্র হয়। দলের বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে বাংলাদেশ। অধিনায়ক শান্তর মত ইনজুরির কারণে এই টেস্টে খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম।