প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২৩:৪১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৭ এএম
নিগার সুলতানা জ্যোতি
আইরিশ কন্যাদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপুটে পারফরম্যান্সের ছন্দটা ধরে রেখে ৫ উইকেটের দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে সর্বোচ্চ রান তাড়া করে।
আইরিশ মেয়েদের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য ৩৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় নিগার সুলতানা জ্যোতি ব্রিগেড। এতে উইমেন্স চ্যাম্পিয়নশিপে আরও দুই পয়েন্ট বাড়ল বাংলাদেশের। ব্যাটিংয়ে ঝলক দেখিয়ে ৩৯ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশ কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। ম্যাচসেরা হয়ে যারপরনাই বিস্মিত তিনি।
মিরপুরে আয়ারল্যান্ডের ছুড়ে দেওয়া ১৯৩ রান ছুঁতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল শ্লথ। উদ্বোধনী ব্যাটার ফারজানা হক পিংকি ৮৯ বলে ৫০ রানের চমৎকার এক ইনিংস খেলে ক্রিজ থেকে বিদায় নিলে লাল-সবুজের প্রতিনিধিরা চাপে পড়ে যায়। সেই চাপ সামলে দারুণ ব্যাটিং করেন অধিনায়ক জ্যোতি। তার ৩৯ বলে ৪০ রানের ইনিংসের সুবাদে ৩৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। ব্যাটিংয়ে ঝলক দেখানোর সঙ্গে অধিনায়কত্বও করেন দুর্দান্ত।
সিরিজ জয়ের দিনে ম্যাচসেরা হয়ে কিছুটা অবাকই হয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে টাইগ্রেস কাপ্তান বলেন, ‘একদম হুট করে (ম্যাচ সেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড। আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন। এটাও আসলে ম্যাটার করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করতে পারলে ভালো লাগত।’ তৃতীয় ম্যাচে লক্ষ্যটা কি এমন প্রশ্নে জ্যোতির উত্তর, ‘পরের ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ করতে চাই, আগে কখনও কোনো দলকে করা হয়নি।’
দুই ম্যাচে রেকর্ড গড়ে জয় নিশ্চিত করায় সেই প্রসঙ্গ ওঠে সংবাদ সম্মেলনে। হাসি মুখে জ্যোতি বলেছেন, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগে। দেখেন অনেকদিন ধরে এই ক্রিকেটাররা কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতই চেষ্টা করেন না কেন, ওইটা থাকে। তবে দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’
ম্যাচের উইকেট নিয়ে অধিনায়ক বলেছেন, ‘আজকে উইকেট অনেক ভালো ছিল। সকালে হয়তো একটু নিচু ছিল। পরে ভালো হয়ে গেছে। আমার মনে হয়, আয়ারল্যান্ড গত ম্যাচের চেয়ে আজকে ভালো খেলেছে। আমরা যদি বোলিংটা আরেকটু ভালো করতে পারতাম, ২০-৩০ রান কমত। আমাদের জন্য আরেকটু ভালো হতো। তবে আমরা যেভাবে শুরু করেছি, পিংকি আপু ধারাবাহিক ছিলেন, আজকে তার ইন্টেন্ট ভিন্ন ছিল। সুপ্তা আপু আবার ভালো অবদান রেখেছেন। সব মিলিয়ে ব্যাটাররা যখন ভালো রান করে, দলের জন্য একটা ভালো ইমপ্যাক্ট ফেলে।’