প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২৩:২৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৬ এএম
শিরোপা নিয়ে চ্যাম্পিয়নদের উল্লাস
নগরীর খুলশী থানাধীন রেলওয়ে টিকিট প্রিন্টিং প্রেস (টিপিপি) কলোনি সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় ও সোনালি যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২৪-এর সমাপনী তথা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এজন্য টিপিপি কলোনি মাঠ প্রাঙ্গণে সমাজকল্যাণের সভাপতি মুজিব উদ্দিনের সভাপতিত্বে এক জমকালো আয়োজন করা হয়।
টিপিপি মহামেডান বনাম টিপিপি কিংসের মধ্যকার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন এবং রেলওয়ে শ্রমিক দল কেন্দ্র্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মনজু। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম মনির।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ উপদেষ্টা এস এস বাহাউদ্দিন মিরন, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক তরফদার, কার্যকরী সভাপতি মাসুদুর রহমান, সহসভাপতি তারেকুল ইসলাম, হুমায়ুন কবির, শেখ মুজিবুর রহমান, সাবেক সেক্রেটারি পার্থ প্রতীম ভট্টাচার্য্য বাবু, বর্তমান সেক্রেটারি আরিফ মো. সাইফুল্লাহ, টুর্নামেন্টের আহ্বায়ক ওয়াহিদুর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক মনছুর আলম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, বিভিন্ন দলের টিম ম্যানেজার ও খেলোয়াড়সহ আশপাশের সমাজের সর্বস্তরের ক্রীড়ামোদী জনতা।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মোবাইল ফোনের আসক্তি থেকে অব্যাহতি ও নৈতিক অবক্ষয় রোধ করে নিজেদের মেধার বিকাশের মাধ্যমে আগামীর দেশ গঠনে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ৫ আগস্টের পটপরিবর্তনে ছাত্র-জনতার অবদান বিশেষ করে তরুণ ও যুবসমাজের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টি গুরুত্বসহকারে ব্যক্ত করেন। খেলা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে অবদানের জন্য এলাকার ছাত্রছাত্রী এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী দল ও রানারআপ দলের ট্রফি প্রদানসহ সংশ্লিষ্ট সবার মাঝে বিভিন্ন পর্যায়ের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।