× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ক্রিকেট লিগ

সাব্বিরের সেঞ্চুরি, সফরের প্রথম ফাইফার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২৩:১৪ পিএম

সাব্বিরের সেঞ্চুরি, সফরের প্রথম ফাইফার

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সপ্তম রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন রাজশাহী বিভাগের ওপেনার সাব্বির হোসেন। তার সেঞ্চুরির দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পেয়েছেন সিলেট বিভাগের পেসার সফর আলী।

চট্টগ্রামে পেসারদের দাপট

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের খেলায় প্রথম দিন ১২ উইকেট পড়েছে। রাজশাহী সাব্বিরের সেঞ্চুরির পরও গুটিয়ে যায় ২২৬ রানে। জবাব দিতে নেমে সিলেট ২ উইকেট হারিয়ে ৪৯ রান তুলে দিন শেষ করেছে। 

পেসারদের দাপটের দিনে ১০৯ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ২২৬ রানে যেতেই অলআউট হয় রাজশাহী। সাব্বির দলের হয়ে একা ১১৬ রান করেন। ১৩৭ বলে ১১ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ৫৭ রান করেন। 

সফর আলী বাদে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন আরেক পেসার তোফায়েল আহমেদ। ৪০ রানে ৪ উইকেট নেন তিনি। অমিত হাসান ১১ ও পিনাক ঘোষ ১৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

সোহাগ গাজীর আক্ষেপ

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে বরিশাল ২৮৯ রানে গুটিয়ে গেছে। বরিশালের হয়ে সর্বোচ্চ ৭৮ রানে অপরাজিত থাকেন সোহাগ গাজী। সঙ্গে কাউকে পেলে হয়তো সেঞ্চুরিটাও পেয়ে যেতেন! এ ছাড়া ফজলে মাহমুদ রাব্বীর ব্যাট থেকে আসে ৬৪ রান।

বল হাতে ঢাকার আক্রমণে সবাই রেখেছেন অবদান। ২টি করে উইকেট নেন তিন পেসার সালাউদ্দিন শাকিল, সুমন খান ও এনামুল হক। ১টি করে উইকেট পেয়েছেন শুভাগত হোম, মাহফুজুর রহমান রাব্বী ও মোসাদ্দেক হোসেন সৈকত। 

প্রথম দিনেই মেট্রোর লিড

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচে ১৩ উইকেট পড়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম মাত্র ১৬০ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ঢাকা মেট্রো ১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে। যদিও তারা হারিয়েছে ৩ উইকেট। 

রাকিবুল হাসান ও আরিফ আহমেদের ঘূর্ণিতে চট্টগ্রামের হয়ে এদিন সব ব্যাটসম্যান লেগেছিলেন আসা-যাওয়ার মিছিলে। নয় নম্বরে নামা আশরাফুল হাসান সর্বোচ্চ ৩৮ রান করেন। রাকিবুল ও আরিফ দুজনেই ৪টি করে উইকেট পেয়েছেন। পরে মেট্রোর আইচ মোল্লা ৩৫ ও রাকিবুল হাসান ১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। 

খুলনায় এক সেশনও হয়নি খেলা

শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা ও রংপুরের ম্যাচ ২৫ ওভারের বেশি হয়নি। আগে ব্যাটিংয়ে নেমে খুলনা ২ উইকেটে ৭৯ রান করেছে। এনামুল হক বিজয় আরেকটি ফিফটি তুলে অপরাজিত আছেন। ৫ রানে ব্যাটিং করছেন মোহাম্মদ মিঠুন। অমিত মজুমদার শূন্য এবং রবিউল ইসলাম রবি ১৭ রানে সাজঘরে ফিরেছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা