জ্যামাইকা টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২১:৩০ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ২১:৫৫ পিএম
সিরিজ সমতায় শেষ করার লক্ষ্য নিয়ে আজ জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৯টায়। এর ৩০ মিনিট আগে টস হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না।
মূলত উইকেটের আশেপাশের জায়গায় ও আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ে হচ্ছে না টস। বাংলাদেশ সময় রাত ১০ টায় পর্যবেক্ষণে যাবেন ম্যাচ অফিসিয়ালসরা। এরপর টস এবং খেলা শুরুর সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
মাত্র কয়েক মাস আগে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর থেকে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর টানা পাঁচ টেস্ট হেরেছে টাইগাররা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং ২০১ রানের বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করে টাইগাররা। পাঁচ টেস্টে বাজেভাবে হারের কারণে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তি প্রশ্নের মুখে পড়েছে।
সব মিলিয়ে ২১ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ১৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় চারটিতে। বাকী দুই টেস্ট ড্র হয়। দলের বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে খেলছে বাংলাদেশ। অধিনায়ক শান্তর মত ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম।
এদিকে দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। পেসারদের মধ্যে কাউকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। শরিফুলকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা বেশি। এতে একাদশে সুযোগ হতে পারে নাহিদ রানার। দুই টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।