প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২১:০৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ২১:১১ পিএম
মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সেলোনাকে বড় ধাক্কাই দেয় রিয়াল সোসিয়েদাদ। লা লিগায় গত সোমবার ১-০ গোলে হারার পর সেল্টা ভিগোর বিপক্ষেও জিততে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। এবার তো ঘরের মাঠেই হারল কাতালুনিয়ারা। তাও কি না লিগ টেবিলের তলানীতে থাকা এক দলের বিপক্ষে!
শনিবার স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে লাস পালমাসের বিপক্ষে ১-২ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধের শুরুতে সান্দ্রো রামিরেজের গোলে লিড নেয় অতিথিরা। ৬১ মিনিটে অধিনায়ক রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সা। ৬ মিনিট পর ফাবিও সিলভার গোলে ফের এগিয়ে যায় পালমাস।
৮১ মিনিটে রাফিনিয়ার ফ্রি কিক শট জাল খুজে নেওয়ার আগে কর্নারের বিনিময়ে ফিস্ট করে ক্লিয়ার করেন পালমাসের গোলরক্ষক জাসপার কিলিসেন। দুই মিনিট পর বক্সে পেদ্রির শট প্রতিহত হয় প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে। যোগ করা সময়ের ৪ মিনিটের মাথায় লামিনে ইয়ামালের শট বেড়িয়ে যায় বক্স ঘেঁষে। পরের মিনিটে তরুণ এই তারকার আরও একটি শট আটকে দেন পালমাসের গোলরক্ষক। বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বার্সা। ঘরের মাঠে দুঃস্বপ্নের পরাজয় মেনেই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।
টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পরও ৩৪ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ অবশ্য বার্সার চেয়ে দুটি ম্যাচ কম খেলেছে।