প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৬:৪৫ পিএম
পিছিয়ে পড়া সিরিজে ফিরতে মরিয়া মিরাজ ব্রিগেড— সংগৃহীত ছবি
নিয়মিত অধিনায়ক খেলছেন না, কন্ডিশনও পক্ষে নেই বাংলাদেশের। ক্যারিবিয়ান মুলুকে নেই একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার, রান করতে ধুঁকছেন ব্যাটাররাও। এতসব ‘নেই’-এর মাঝে আত্মবিশ্বাস আঁকড়ে আছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়কে পাখির চোখ করেছেন তিনি।
আজ জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও টফি অ্যাপ। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের ম্যাচটিতে বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে আছে মিরাজ ব্রিগেড। দুই টেস্ট শেষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের এই দলটির চেয়ে ধারে, ভারে বা অভিজ্ঞতায় অনেক পিছিয়ে বাংলাদেশ। গত ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত করতে পারলেও ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়েছিল। দুটি ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে আসে ২০১ রানের বড় হার। এখন পর্যন্ত ২১ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে ১৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় চারটিতে। বাকি দুই টেস্ট ড্র। আজ শুরু ক্যারিবিয়ান মুলুকে আরেকটি টেস্ট সিরিজ বাঁচানোর লড়াই।
ব্যর্থতার পরও ব্যাটারদের পক্ষে কথা বলেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কুঁচকির ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর মিরাজ বলেন, ‘আমি মনে করি, আমরা কয়েকটি ভুল করেছি। কিন্তু এমনটা ঘটতেই পারে। আমরা আশা করি, পরের ম্যাচে ঘুরে দাঁড়াব।’ সিরিজ হার এড়াতে প্রথম টেস্টের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয় ও শেষ ম্যাচে ভালো করতে বদ্ধপরিকর খেলোয়াড়রা।
মিরাজ বলেছেন, ‘আমরা জানি কী ভুল করেছি এবং আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি, আশা করছি পরের টেস্টে সেরাটা দিতে পারব।’
মাসকয়েক আগে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর থেকে হারের বৃত্তে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর টানা পাঁচ টেস্ট হেরেছে টাইগাররা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং ২০১ রানের বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করে টাইগাররা। এবার নিজেদের ফিরে পাওয়ার পাশাপাশি লড়াইয়ে ফেরার চ্যালেঞ্জ।
দলের বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত ইনজুরির কারণে খেলছেন না, অভিজ্ঞ মুশফিকুর রহিমও চোটে। দ্বিতীয় টেস্টের একাদশে একজন বাড়তি ব্যাটার আনতে পারে বাংলাদেশ। পেসারদের মধ্যে কাউকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। শরিফুলকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা বেশি। একাদশে সুযোগ হতে পারে নাহিদ রানার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।