প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৬:৩২ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৭:২৩ পিএম
টাইগ্রেস ওপেনার পিংকির ব্যাক টু ব্যাক ফিফটিতে সিরিজ বাংলাদেশের; ছবি: আ. ই. আলীম
বোলিংয়ে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল বাংলাদেশের বোলাররা। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের আটসাট বোলিংয়ে দুইশ রানের আগেই থামে আয়ারল্যান্ডের ইনিংস। বাংলাদেশের লক্ষ্য তাড়ায় ফিফটি হাকান ফারজানা হক পিংকি। টাইগ্রেস ওপেনার ব্যাক টু ব্যাক ফিফটি হাঁকালেও আক্ষেপ নিয়ে ফিরেছেন শারমিন সুপ্তা। পরে নিগার সুলতানা জ্যোতির ঝোড়ো ইনিংসের সঙ্গে স্বর্ণা আক্তারের ব্যাটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান করে আইরিশ মেয়েরা। জবাবে দারুণ ব্যাটিংয়ে ৩৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলার মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে ১৫৪ রানে জিতেছিল নিগার সুলতানা জ্যোতি ব্রিগেড।
১৯৪ রানের লক্ষ্য তাড়ায় দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মুর্শিদা খাতুন ফেরেন ব্যক্তিগত ৬ রানে। এরপর সুপ্তাকে সঙ্গে নিয়ে ৮৫ রানের বড় জুটি গড়েন ফারজানা। সেই জুটিই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। তবে দুজনই ৭ রানের ব্যবধানে আউট হয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দেন। ফারজানা ৮৯ বলে ৬টি চারে ৫০ এবং সুপ্তা ৬৩ এল ৪টি চারে ৪৩ রান করেন।
মাঝে সোবহানা মোস্তারি আউট হন ১৬ রান করে। ষষ্ঠ উইকেটে ৫৩ রানের জুটি বেধে শঙ্কা কাটিয়ে জয়ের বন্দরে নিয়ে যান জ্যোতি ও স্বর্ণা আক্তার। জয় থেকে বাংলাদেশ যখন আর ১১ রান দূরত্বে তখনই আউট জ্যোতি। লোভনীয় বল ছয় হাঁকানোর চেষ্টায় শট খেলে ৪০ রানে তিনি বোল্ড। ৩৯ বলে ৪টি চার ও এক ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। স্বর্ণা ২৯ ও ফাহিমা খাতুন ৪ রানে অপরাজিত থেকে ৪৩.৫ ওভারে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।
আইরিশদের হয়ে ২টি উইকেট নিয়েছেন লরা ডেলানি। এ ছাড়া ওরলা প্রেনডারগেস্ট, আভা ক্যানিং ও আরলিন কেলি একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে ৩৫ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারায় আয়ারল্যান্ড। চতুর্থ ওভারে আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে (২) সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন সুলতানা খাতুন। ১৩ রান করা সারা ফোর্বসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাহিদা আক্তার।
তৃতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি হান্টার এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। ৩৭ রান করে অরলা বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর হান্টারও বেশিদূর আগাতে পারেননি। ৮৮ বলে ৮ চারে ৬৮ রান করে স্বর্ণা আক্তারের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরে যান এই উইকেটকিপার ব্যাটার।
এরপর লরা ডেলানি ছাড়া আর কেউই ইনিংস বড় করতে পারেননি। ডেলানির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। শেষদিকে রেমন্ড ১৮ বলে অপরাজিত ২১ রানের ক্যামিও ইনিংস খেলে দলের সংগ্রহ ১৯৩ পর্যন্ত টেনে নিয়ে যান। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট পেয়েছেন সুলতানা। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাহিদা ও স্বর্ণা আক্তার।