× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোবাল সুপার লিগ

ভিক্টোরিয়ার কাছে হারল সাকিবের গায়ানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৩:১৯ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৪:২৪ পিএম

ভিক্টোরিয়ার কাছে হারল সাকিবের গায়ানা

গ্লোবাল সুপার লিগে জয় দিয়ে শুরু করেছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে মারকাটারি এ আসরের দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে তারা। লম্বা সময় ধরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও শেষ পর্যন্ত হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেননি তানজিম হাসান সাকিবরা। ভিক্টোরিয়া হকসের বিপক্ষে হেরেছে ৪ উইকেটের ব্যবধানে।

শনিবার (৩০ নভেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯ ওভার ২ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভিক্টোরিয়া হকস।

আগের ম্যাচে বল হাতে দারুণ করেছিলেন তানজিম হাসান সাকিব। ২ উইকেট নিয়ে টাইগার পেসার দলের জয়ে বড় অবদান রেখেছিলেন। তবে ভিক্টোরিয়ার বিপক্ষে বেশ খরুচে বোলিং করেছেন তিনি। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন ডান হাতি এ পেসার।

শেষ ২ ওভারে ১৯ রান প্রয়োজন ছিল ভিক্টোরিয়ার। নিজের শেষ ওভার করতে এসে ১৯তম ওভারে তানজিম খরচ করেন ১৩ রান। আর তাতেই হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল গায়ানার। শেষ ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসের করা ২ বলেই ২ চার ও ১ ওয়াইডে ৯ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানেই রস্টন চেজের উইকেট হারালেও মঈন আলী ও শাই হোপের ব্যাটে ঘুরে দাঁড়ায় গায়ানা। দুজনে মিলে ৭৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখিয়েছিলেন। মঈন ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রান করেন।

তৃতীয় উইকেটে হোপ ও শিমরন হেটমায়ার যোগ করেন আরও ২৪ রান। হোপ ৪০ ও হেটমায়ার ১৮ রানে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গায়ানা। যদিও শেষ দিকে রোমারিও শেফার্ড ও হাসান খান মিলে ৩৬ রানের জুটি গড়ে গায়ানার সংগ্রহ দেড়শ পার করেন। ভিক্টোরিয়ার হয়ে ২টি উইকেট নেন জ্যাকসন স্মিথ।

জবাব দিতে নেমে ৯ ওভারের মধ্যেই ৪ উইকেট হারায় ভিক্টোরিয়া। পঞ্চম উইকেটে ২৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন স্কট অ্যাডওয়ার্ডস এবং অধিনায়ক কোরি অ্যান্ডারসন। কোরি নিজের ভুলে রানআউট হয়ে ফিরলে সে জুটি ভাঙে। ষষ্ঠ উইকেটে যুক্তরাষ্ট্রের আরেক ব্যাটার কারিমা গোরেকে নিয়ে জুটি গড়েন অ্যাডওয়ার্ডস।

জয় থেকে ৪০ রান দূরে থাকতে তানজিম সাকিবের বলে আউট হয়ে ফেরেন নেদারল্যান্ডস অধিনায়ক। ২৫ বলে ৩১ রান করেছেন তিনি। শেষ দিকে ডমিনিক ডারকেস এবং গোরে মাত্র ২০ বলে ৪৩ রানের দুর্দান্ত জুটি গড়ে জয় এনে দেন ভিক্টোরিয়াকে। ৩ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন গোরে। ডারকেস ৭ বলে ১৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা