× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিক্সিংয়ের দায়ে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১২:৩৯ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৩:২২ পিএম

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পেসার লনওয়াবো টটসবে

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন পেসার লনওয়াবো টটসবে

ক্রিকেট ম্যাচে ফিক্সিংয়ের ঘটনা নতুন নয়। এবার ম্যাচ পাতানোর সেই কালো থাবা পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে। এমনই এক ঘটনায় দেশটির তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ম্যাচ ফিক্সিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত সেই কাণ্ডে তারা জড়িয়েছেন ২০১৫-১৬ টি-টোয়েন্টি র‌্যাম স্লাম চ্যালেঞ্জ টুর্নামেন্টে।

দক্ষিণ আফ্রিকার দুর্নীতিবিষয়ক সংস্থা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন (ডিপিসিআই) আট বছর পর ফিক্সিংয়ের দায়ে তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে লনওয়াবো টটসবে ও থামি সোলকিলে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে ইথি এমবালাটির সেই অভিজ্ঞতা নেই।

ডিপিসিআই জালে তারা ধরা পড়েছেন ভিন্ন তিনটি সময়ে। এমবালাটি ১৮ নভেম্বর এবং সোলকিলে ও টটসবেকে যথাক্রমে ২৮ ও ২৯ নভেম্বর গ্রেপ্তার করা হয়। এর আগে ম্যাচ ফিক্সিং নিয়ে ২০১৬ সালের অক্টোবরে চমক জাগানিয়া প্রতিবেদন প্রকাশ করে তদন্তকারী সংস্থা ডিপিসিআই।

মূলত অভিযুক্ত হিসেবে নাম ঘোষণার পর থেকে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ বন্ধ হয়ে যায় এ তিনজনের। চলতি বছর প্রিটোরিয়া বিশেষ কমার্শিয়াল ক্রাইম কোর্টে উপস্থিত হওয়ার পর ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি এমবালাটির বিরুদ্ধে মামলাটি স্থগিত করা হয়। অন্যদিকে সোলকিলে ও টটসবে ২০০৪ সালের দুর্নীতি আইনের অধীনে পাঁচটি ভিন্ন ধারার মুখোমুখি হয়েছিলেন। গতকাল তাদের বিরুদ্ধে স্থগিত সেই মামলায় নতুন করে শুনানি হয়েছে।

এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার গুলাম বোদির ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর ঘটনায় ক্রিকেট বোর্ড তদন্তে নামে। যেখানে ভারতীয় এক বুকির সঙ্গে মিলে র‌্যাম স্লাম টুর্নামেন্টের তিন ম্যাচে ফিক্সিংয়ে প্রণোদনা দেওয়ার বিষয় উঠে আসে। পরে বোদিকে ২০১৮ সালে গ্রেপ্তার করা হয় এবং আটটি দুর্নীতি ধারায় অভিযুক্ত হওয়ার পর ২০১৯ সালের অক্টোবরে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া পরে আরও দুজনকে গ্রেপ্তারের পর দেওয়া হয় ছয় বছরের কারাদণ্ড।

নতুন করে গ্রেপ্তার হওয়া ক্রিকেটারদের মধ্যে টটসবে দীর্ঘ সময় প্রোটিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন। স বমিলিয়ে ৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাঁ-হাতি এ পেসার। ব্যাটার সোলকিলে খেলেছেন তিনটি টেস্ট। এ ছাড়া এমবালাটির ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলেও, জাতীয় দলে অভিষেক হয়নি তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা