সৌদি প্রো লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১১:১৪ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১১:২০ এএম
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল কিংবা ক্লাবের জার্সিতে তার ম্যাজিক যেন চলছেই। সৌদি প্রো লিগে আরও একবার জ্বলে উঠলেন পর্তুগিজ মহাতারকা। দামাকের জালে একাই বল পাঠালেন দুবার। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে আল নাসর।
শুক্রবার (২৯ নভেম্বর) ঘরের মাঠ আল আওয়াল পার্কে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে ২-০ গোলে হারায় আল নাসর। দুই অর্ধে ১টি করে গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। ৩৯ বছর বয়সি তারকার ক্যারিয়ারে মোট গোল এখন ৯১৫টি। এ বছরে ৫০ ম্যাচে তার গোল ৪২টি।
ম্যাচের শুরুর দিলেই আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন এ ফরোয়ার্ড। এরপর আর কোনো গোল না হলে এ ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হন সফরকারীরা।
সে সুযোগে আবারও জালের দেখা পান রোনালদো। ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন। এরপর আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।
সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার জয়ের স্বাদ পেল আল নাসর। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল ২-এ, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।