× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়ারল্যান্ড সিরিজ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে ‍নিতে চায় মেয়েরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ০৩:২২ এএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ০৪:২৯ এএম

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা

প্রথম ম্যাচে আয়ারল্যান্ড  ৯৮ রানে অলআউট হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশের নারী ক্রিকেটাররা। দলের ত্রুটির জায়গাগুলো খুঁজে বের করে সেগুলোতে উন্নতি করাই এখন লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। গণমাধ্যমকে এনিয়ে পেসার মারুফা আক্তার বলেন, ‘ওরা ঘুরে দাঁড়াতে চাইবে। তাই আমাদের আরও শক্তভাবে মোকাবিলা করতে হবে। ওদের শক্তি ও দুর্বলতা খুঁজে বের করতে হবে। আগের ম্যাচের ভুলগুলো শুধরে ওদেরকে আরও চেপে ধরার চেষ্টা থাকবে আমাদের।’ 

আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে শক্তভাবে মরিয়া হয়ে আক্রমণ করবে তা জানা মারুফার। এজন্য সজাগ থাকার কথা বললেন, ‘সহজ বলতে ওরাও যেহেতু হেরেছে, ওরাও অনেক ভালোভাবে টার্গেট করবে আমাদের। আমাদের আরও বেশি চিন্তা করতে হবে- ওরা কোন কোন দিক থেকে দুর্বল, কোন দিক থেকে ভালো খেলছে। এদিকে একটু বেশি ফোকাস দিতে হবে। শুধু ছোটখাটো ভুলের কারণে, আমরা যেগুলো করি, ওখানে ওরা রান বের করছে। পরের ম্যাচে ভালোভাবে সেগুলো শুধরে নেব। আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে।’

মিরপুরের স্পিনিং উইকেটে ৩টি করে উইকেট নিয়েছেন সুলতানা ও নাহিদা। পেসার মারুফা পেয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে আরও নিয়ন্ত্রিত বোলিংয়ের আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ নিশ্চিতের লক্ষ্য মারুফার। ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখলে কাজটা কঠিন হবে না বলেই মত তার। 

টাইগ্রেস এ পেসার বলেন, ‘বোলিং, ফিল্ডিং, ব্যাটিং; তিন বিভাগেই আমাদের ফোকাস দিতে হবে। আত্মবিশ্বাস নিয়ে প্রথম ম্যাচ জিতেছি। সে আত্মবিশ্বাস ধরে রেখে দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করতে চাই।’

মারুফার বাড়তি মনোযোগ দেওয়ার কারণও আছে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। এজন্য দ্বিপাক্ষিক সিরিজে জয় খুব জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা