আয়ারল্যান্ড সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ০৩:০৬ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ০৩:১০ এএম
বাংলাদেশ-আয়ারল্যান্ড
প্রথম ওয়ানডে জিতেই ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। ডাবল রেকর্ডের দিনে দাপুটে সেই জয়ের পর দারুণ উজ্জীবিত বাঘিনীরা। মিরপুরে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে ধরাশায়ী নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়েছে নিগার সুলতানা জ্যোতিরা। দলীয় সর্বোচ্চ ২৫২ রানের রেকর্ডও গড়েছিল মেয়েরা। সন্দেহ নেই আজ শনিবার দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চাইবে আয়ারল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে আজ সকাল ১০টায় ফের শেরেবাংলায় নামছে মেয়েরা। প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ দ্বিতীয় ওয়ানডে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলবে বাংলাদেশ। সেটা জেনেই পরিকল্পনা সাজাচ্ছে টাইগ্রেস শিবির।
প্রথম ম্যাচে ৯৮ রানে অলআউট হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না ক্রিকেটাররা। দলের ত্রুটির জায়গাগুলো খুঁজে বের করে সেগুলোতে উন্নতি আনার লক্ষ্য বাংলাদেশের। সংবাদমাধ্যমকে পেসার মারুফা আক্তার বলেন, ‘ওরা ঘুরে দাঁড়াতে চাইবে। তাই আমাদের আরও শক্তভাবে মোকাবিলা করতে হবে। ওদের শক্তি ও দুর্বলতা খুঁজে বের করতে হবে। আগের ম্যাচের ভুলগুলো শুধরে ওদেরকে আরও চেপে ধরার চেষ্টা থাকবে আমাদের।’
আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে শক্তভাবে মরিয়া হয়ে আক্রমণ করবে তা জানা মারুফার। এজন্য সজাগ থাকার কথা বললেন, ‘সহজ বলতে ওরাও যেহেতু হেরেছে, ওরাও অনেক ভালোভাবে টার্গেট করবে আমাদের। আমাদের আরও বেশি চিন্তা করতে হবেÑ ওরা কোন কোন দিক থেকে দুর্বল, কোন দিক থেকে ভালো খেলছে। এদিকে একটু বেশি ফোকাস দিতে হবে। শুধু ছোটখাটো ভুলের কারণে, আমরা যেগুলো করি, ওখানে ওরা রান বের করছে। পরের ম্যাচে ভালোভাবে সেগুলো শুধরে নেব। আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে।’
মারুফার বাড়তি মনোযোগ দেওয়ার কারণও আছে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। এজন্য দ্বিপাক্ষিক সিরিজে জয় খুব জরুরি।
মিরপুরের স্পিনিং উইকেটে ৩টি করে উইকেট নিয়েছেন সুলতানা ও নাহিদা। পেসার মারুফা পেয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে আরও নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ নিশ্চিতের লক্ষ্য মারুফার। ব্যাটাররা ধারাবাহিকতা ধরে রাখলে কাজটা কঠিন হবে না বলেই মত তার।
টাইগ্রেস এ পেসার বলেন, ‘বোলিং, ফিল্ডিং, ব্যাটিংÑ তিন বিভাগেই আমাদের ফোকাস দিতে হবে। আত্মবিশ্বাস নিয়ে প্রথম ম্যাচ জিতেছি। সে আত্মবিশ্বাস ধরে রেখে দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ নিশ্চিত করতে চাই।’ সিরিজের শেষ দুই ওয়ানডের আগে দলে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তার। সবশেষ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছেন দিলারা। তাকে যুক্ত করে দলের শক্তি বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ।
শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে আগ্রহ এখন সবার। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জাতীয় দলের হয়ে নেমেছিলেন দেড় বছর বাদে। ফিরেই তিনি করেছেন বাজিমাত। ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেছেন সুপ্তা। তার ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ রেকর্ড সংগ্রহ পায়, পরে জয় পায় রেকর্ড ১৫৪ রানে। যেকোনো ক্রিকেটারের জন্যই দেড় বছর মাঠের বাইরে থাকা কঠিন। মেয়েদের জন্য সেটি একটু বেশিই, কারণ ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ থাকে না। এ পরিস্থিতি সুপ্তার ফেরাকে কীভাবে দেখছেন? প্রশ্নের উত্তরে নারী দলের ব্যাটিং কোচ নাসিরুদ্দিন ফারুক গতকাল শুক্রবার মিরপুরে বলেন, ‘আমার কাছে মনে হয় সুপ্তা অনেক পরিশ্রমী। ওর অনুশীলনের প্যাটার্ন আগে থেকেই ভালো ছিল। সালাহউদ্দিন ভাইয়ের কাছে সবসময় নার্সিংয়ে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে ভালো লেগেছে ওর যে খেলার প্যাটার্ন, প্রসেস সেটাকে ব্যাক করেছে নিজের খেলাটাকে। সেটার জন্য মানসিকভাবে অনেক ভালো অবস্থায় ছিল।’
সুপ্তার সামনে সুযোগ ছিল বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হওয়া। অবশ্য বাংলাদেশের সেঞ্চুরি করেছেন একজনই। বাদ পড়ার পর একদমই ভালো করতে পারছিলেন না সুপ্তা। তার এমন বদলকে কীভাবে দেখছেন? এ প্রশ্নের উত্তরে ফারুক বলেন, ‘সেটা আমি প্রথমে বলেছি মানসিকতা। ব্যাটিংয়ের প্যাটার্ন ও ওয়ার্ক এথিক সবসময় ভালো ছিল। খুব পরিশ্রমী। মেয়েদের ক্রিকেটে এ ধরনের ইনিংস খুব একটা দেখা যায় না। একটা জিনিস ভালো লাগছে, আগে আপনারা সবসময় বলতেন আমরা একজনের ওপর নির্ভর; তবে এখন মনে হচ্ছে সবাই সক্ষম রান করার জন্য।’
এই সিরিজে বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্টে চোখ রেখেছে। ২ পয়েন্ট এরই মধ্যে নিশ্চিত হয়েছে। আরও ৪ পয়েন্টের হাতছানি। কোনোভাবেই তা হারাতে চায় না দল। গতকাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ এবং দুপুর ২টা ৩০ মিনিটে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে। আজ শনিবার সকাল ১০টায় দুই দল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে।