× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টিতে বোলিং করলেন ১১ জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৫৯ পিএম

টি-টোয়েন্টিতে বোলিং করলেন ১১ জন

শিরোনাম শুনে চক্ষু চড়কগাছ হলেও টি-টোয়েন্টিতে এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ের ম্যাচে মণিপুরের বিপক্ষে দিল্লির ১১ জন খেলোয়াড় বোলিং করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম।

সাধারণত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৫-৬ জনের বেশি বোলারকে বোলিং করতে দেখা যায় না। মজার ব্যাপার হলো,  এদিন দিল্লির উইকেটকিপারকে পর্যন্ত হাত ঘোরাতে দেখা গেছে। দলের ষষ্ঠ বোলার হিসেবে বল হাতে তিনিও দুই ওভার করেছেন, এমনকি নেন ১ উইকেটও! দিল্লির ১১ বোলারের মধ্যে তিনজন করেছেন ৩ ওভার করে, তিনজন ২ ওভার করে। বাকি পাঁচজন বোলিং করেন ১ ওভার করে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ বোলারের ব্যবহার এই প্রথম হলেও টেস্টে এমন ঘটনা চারবার দেখা গেছে। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১ জনকে দিয়ে বোলিং করিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। একই মাঠে ২০০২ সালে ক্যারিবীয়দের বিপক্ষে দলের ১১ জনকে দিয়েই বোলিং করিয়েছিলেন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা