প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৭:৪০ পিএম
হাসপাতাল অব্দিও যেতে পারেননি ইমরান, তার মৃত্যুতে ঢলে পড়ার পুরো বিষয়টি রেকর্ড হয়েছে ক্যামেরায়— প্রতিকী ছবি
ভারতের পুনেতে ঘরোয়া টি-টুয়েন্টি লিগ এএস ট্রফিতে বৃহস্পতিবার লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারের মুখোমুখি হয়েছিল ইয়ং একাদশ। মহারাষ্ট্রের অরঙ্গাবাদের গারওয়ার স্টেডিয়ামে ম্যাচ খেলাকালীন মারা যান ইমরান প্যাটেল। ৩৫ বর্ষী ক্রিকেটারের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পড়ায় মাঠেই মৃত্যু হয়।
ম্যাচ সরাসরি সম্প্রচার হওয়ায় পুরো ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইমরানের মৃত্যুকোলে ঢলে পড়ার দৃশ্য।
ভিডিওতে দেখা যায়, ইনিংস চলাকালীন একটি বাউন্ডারি মারেন। পরে কিছু অস্বস্তি অনুভব করার কথা জানান আম্পায়ারকে। অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বেরোনোর সময়ে লুটিয়ে পড়েন ইমরান। সতীর্থরা দৌড়ে আসেন তার কাছে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
হাসপাতালে চিকিৎসকরা ইমরানকে মৃত ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ইমরানের তিনজন মেয়ে আছে। ৪ মাস আগে জন্ম তৃতীয় কন্যার। ক্রিকেট খেলার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতেন তিনি। একটি জুসের দোকানও ছিল তার।