ক্রাইস্টচার্চ টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৪:২৬ পিএম
এক দুই তিন... এভাবে ছ'বার। হ্যাঁ, আজ ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ ওভারের মধ্যে ৬টি ক্যাচ মিস করেছে নিউজিল্যান্ড! এক হ্যারি ব্রুকই ক্যাচ দিয়ে বেঁচেছেন চার বার। জীবন পাওয়া হ্যারি সুযোগের সদ্ব্যবহার করেছেন যথাযথ। তার সপ্তম টেস্ট সেঞ্চুরিতে ইংলিশরা দ্বিতীয় দিন শেষ করেছে ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে।
এদিন পঞ্চাশের আগেই তিন উইকেট হারিয়ে লাঞ্চে যায় ইংল্যান্ড। বিরতির পর ক্রিজে নামেন ব্রুক। ১৩২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি। অলি পোপের সঙ্গে ১৫১ রানের জুটি গড়েছেন ব্রুক। বেন স্টোকসের সঙ্গে তার অপরাজিত ৯৭ রানের। দিন শেষ হওয়ার আগে স্টোকসেরও ক্যাচ ফেলেছে কিউইরা। তাতে প্রথম ইনিংসে স্বাগতিকরা বড় ব্যবধান ঘুচিয়েছে।
৮ উইকেটে ৩১৯ রানে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। ৪১ রানে অপরাজিত নামা গ্লেন ফিলিপস হাফ সেঞ্চুরি করেন। আরও ২৯ রান যোগ করে বাকি দুই উইকেট হারায় কিউইরা, ৫৮ রানে অপরাজিত ছিলেন ফিলিপস। ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স ও শোয়েব বশির চারটি করে উইকেট নেন।
জবাব দিতে নেমে ১৫তম ওভারে নাথান স্মিথের জোড়া আঘাতে জ্যাকব বেথেল ও জো রুট প্যাভিলিয়নে ফেরেন। তারও আগে ওপেনার জ্যাক ক্রলিকে থামান ম্যাট হেনরি। ৪৬ রান করা বেন ডাকেট ব্রুকের সঙ্গে জুটিটা ২৬ রানের বেশি নিতে পারেননি।
৭১ রানে চার উইকেট হারানো ইংল্যান্ডকে স্বস্তিতে ফেরান পোপ ও ব্রুক। কিউদের দুঃসহ সময়ের সুযোগ নিয়ে তারা দেড়শ রান যোগ করেন। তবে টিম সাউদির বলে ফিলিপসে এক হাতে নেওয়া অবিশ্বাস্য ক্যাচে থামতে হয় পোপকে। ৯৮ বলে ৮ চারে ৭৭ রান করেন তিনি।
বারবার জীবন পাওয়া ব্রুক ১২৩ বলে ৯ চার ও ২ ছয়ে সেঞ্চুরি করে ফেলেন। কাভারে টম ল্যাথাম স্টোকসের ক্যাচ ফসকালে অবিচ্ছিন্ন থেকে এই জুটি দ্বিতীয় দিন শেষ করেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৯১ ওভারে ৩৪৮ (উইলিয়ামসন ৯৩, ফিলিপস ৫৮*, ল্যাথাম ৪৭, রবীন্দ্র ৩৪; কার্স ৪/৬৪, বশির ৪/৬৯, অ্যাটকিনসন ২/৬১)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ৭৪ ওভারে ৩১৯/৫ (ব্রুক ১৩২*, পোপ ৭৭, ডাকেট ৪৬, স্টোকস ৩৭*; স্মিথ ২/৮৬, হেনরি ১/৫০)।
—দ্বিতীয় দিন শেষে।