প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১২:৫৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম
ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে নরওয়েজীয় ক্লাব বোদো গ্লিমটকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের জয়টি ছিল কষ্টার্জিত। প্রথম মিনিটে গোল করার পর ২৩ মিনিটের মধ্যে ২–১ গোলে পিছিয়েও পড়েছিল তারা। তবে ৪৫ ও ৫০ মিনিটে রাসমুস হইলুন্দের জোড়া গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে রুবেন আমোরিমের দল।
রেড ডেভিলরা জয় পেলে কোচ আমোরিম কিছুটা উদ্বিগ্ন। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি উদ্বিগ্ন, কারণ, আমি খেলোয়াড়দের চিনি না। তাদের একসঙ্গে অনেক কাজ করেছি, তা-ও নয়। আমরা রোমাঞ্চ নিয়েই ম্যাচ খেলতে নেমেছি। কিন্তু একইভাবে স্নায়ুচাপেও ভুগছিলাম, জানতাম না যে ম্যাচ কোন দিকে যাবে।’
উদ্বিগ্ন থাকলেও আশাবাদী আমোরিম, ‘ভালো শুরুর পরও ২ গোল খেয়ে ভুগতে শুরু করি। তবে খেলোয়াড়রা যেভাবে খেলেছে, সেটা আমার ভালো লেগেছে।’
এ সময় ইউনাইটেডে এসে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন আমোরিম, ‘এসব বিশেষ কিছু, কারণ আমি পর্তুগাল থেকে এসেছি এবং অর্ধেক গ্যালারি আমাকে চেনেও না।’