× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে তারকা ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ২২:৪৬ পিএম

কয়েকটি টুর্নামেন্ট গড়াবে জানুয়ারিতে— সংগৃহীত ছবি

কয়েকটি টুর্নামেন্ট গড়াবে জানুয়ারিতে— সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নামকরা বিদেশি খেলোয়াড় পাওয়া যায় না— এমন অভিযোগ বেশ পুরোনো। প্রায় প্রতিটা আসরেই আয়োজক কমিটি জানায়, একই সময়ে কয়েকটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট চলার কারণেই খেলোয়াড় সংকট। বিপিএলের একাদশ আসরেও তেমন কিছু হতে পারে। ৩০ ডিসেম্বর মাঠে গড়াতে যাওয়া বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে চ্যালেঞ্জও থাকছে বেশ। 

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুতে বিপিএল যখন গড়াবে তখন একটু আগে-পরে মাঠে গড়াবে আরও চারটি টুর্নামেন্ট। ধার-ভার কিংবা অর্থের ঝনঝনানির বিচারে যার কয়েকটি বিপিএল থেকে অনেকটা এগিয়ে। তা ছাড়া মারকাটারি টি-টোয়েন্টির সময়ে বেশ কিছু খেলোয়াড় আগে থেকেই বিভিন্ন লিগের দলের সঙ্গে খেলতে চুক্তিবদ্ধ। সেই হিসেবে বিপিএলে খেলতে পারবেন বা বিপিএলের পুরোটা সময় দিতে পারবেন, এমন খেলোয়াড় পাওয়া শঙ্কার হয়েই দাঁড়িয়েছে।

আগামী বছরের প্রথম মাসেই একই সঙ্গে দেখা যাবে তিনটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বিসিবি তাদের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট উদ্বোধন করবে ৩০ ডিসেম্বর। একই মাসের ১৫ তারিখে বিগ ব্যাশ তাদের চৌদ্দতম আসরের পর্দা ওঠাবে। জানুয়ারিতে যখন বিপিএল তুঙ্গে তখন একযোগে চলবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, দক্ষিণ আফ্রিকার এসএ২০, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ (আইএলটি২০)।

যার কয়েকটির সূচি তো বটে, বেশ কয়েকজন খেলোয়াড়ের চুক্তিও সাংঘর্ষিক। বিপিএল, বিগ ব্যাশ, এসএ২০ ও সুপার স্ম্যাশের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আইএলটি২০-এর সূচিও চূড়ান্ত করে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্য তিন টুর্নামেন্টের মতো আইএলটি২০-এর সূচিও বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক হতে চলেছে। খেলোয়াড় পাওয়া-না পাওয়া নিয়েও কথা উঠতে পারে।

যদিও বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের শেষ পর্যন্ত যুক্ত করতে পারবে কি না সেটা বলে দেবে টাকার অঙ্ক। কারণ গ্রেড এ বিদেশি ক্রিকেটারদের জন্য বিপিএলে সর্বোচ্চ সত্তর হাজার মার্কিন ডলার নির্ধারণ করে দেওয়া। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে এ গ্রেডের ক্রিকেটাররা তার চেয়ে কয়েক গুণ বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিগ ব্যাশে যা প্রায় তিন গুণ।

তা ছাড়া খেলোয়াড়দের চাহিদা, চাওয়া, সুযোগ-সুবিধা এবং ইচ্ছার ওপরও নির্ভর করবে, টি-টোয়েন্টির তারকারা কোন লিগে খেলবেন! মানদণ্ড কিংবা আসরের অবস্থান বিবেচনায় বিপিএল যে কিছু ক্ষেত্রে পিছিয়েও থাকতে পারে। তারকাদের অনাগ্রহের কারণে আগের বছর বিগ ব্যাশও তাদের বিদেশি খেলোয়াড় ধরে রাখতে পারেনি। জানুয়ারিতে বিপিএলও তেমন শঙ্কার মাঝ দিয়ে যেতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা