× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কামরানের সেঞ্চুরিতে সিরিজ পাকিস্তানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ২১:৪৮ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ২১:৫৫ পিএম

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর কামরান গুলামের উদযাপন; ছবি: ইএসপিএনক্রিকইনফো

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর কামরান গুলামের উদযাপন; ছবি: ইএসপিএনক্রিকইনফো

চলতি মাসে পিছিয়ে পড়েও টানা দ্বিতীয়বার ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তারের নজির দেখিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ায় শুরুতে পিছিয়ে পড়ে সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতেও একইভাবে সিরিজ নিশ্চিত করেছে মোহাম্মদ রিজওয়ানের দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করে পাকিস্তান। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকানো মিডল অর্ডার ব্যাটার কামরান গুলাম ১০৩ রান করেন। জবাবে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের লড়াকু ইনিংসের পরেও ৫৯ বল বাকি থাকতেই ২০৪ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা।  

ডু অর ডাই ম্যাচে পাকিস্তানকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। আইয়ুব (৩১) বিদায় নিলে ভাঙে ৫৮ রানের জুটি। সঙ্গী শফিক অবশ্য ফিফটির দেখা পেয়েছেন। ফেরার আগে ৬৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ফিরেছেন ৫০ রানে। তার পর ইনিংসের গতিপথ নির্ধারণ করে দেয় কামরান গুলামের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ব্যাটিংই তিনশ রানের ভিত রচনা করেছে।

এনগারাভার বলে দলের ২৩২ রানে ফিরেছেন কামরান। ফেরার আগে ৯৯ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেছেন। ম্যাচসেরাও তিনি। তার পর শেষটায় স্কোর তিনশ ছাড়াতে ভূমিকা রাখে তায়িব তাহিরের ক্যামিও ইনিংস। ১৬ বলে ৪ চারে ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ব্যাটিংয়েই ৬ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারী দল। 

সিকান্দার রাজা ৪৭ রানে নিয়েছেন দুটি উইকেট। রিচার্ড এনগারাভা ৫৫ রানে নেন দুটি। একটি করে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম। 

জবাবে সেভাবে লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। শুধু অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকেই আসে ৬৩ বলে ৫১ রানের ইনিংস। কিন্তু সেই লড়াই যথেষ্ট ছিল না। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়ের মার। সফরকারী বোলারদের ক্লিনিক্যাল পারফরম্যান্সে ৪০.১ ওভারে ২০৪ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। 

দুটি করে উইকেট নিয়েছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ, আমের জামাল। একটি করে নিয়েছেন ফয়সাল আকরাম ও কামরান গুলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা