প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ২০:০৪ পিএম
বাংলাদেশ জাতীয় দলের সাম্প্রতিক সময়টা বেশ খারাপ। এক কথায় বলা যায়, শনির দশায় পেয়েছে। হোক তা টেস্ট, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে ফরম্যাট; একের পর এক হার শুধুই ভারী করছে ব্যর্থতার পাল্লা। ব্যর্থতার সঙ্গে টাইগার শিবিরে নতুন করে যুক্ত হয়েছে ইনজুরির হানা। চোটের কারণে দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। সেই তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন তাওহীদ হৃদয়।
গতকাল বুধবার ২৩ বর্ষী হৃদয় নিজ শহর বগুড়াতে
অনুশীলন করছিলেন। সেখানেই পায়ে চোট পান ডানহাতি এই ব্যাটার। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের
বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে শঙ্কার মেঘ উঁকি দিচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে বোর্ড।
ঘরের মাঠে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
টেস্ট সিরিজে আঙুলে চোট পান মুশফিক। আর শান্ত ইনজুরিতে পড়েন সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে
সিরিজে। এই দুই সিনিয়র ক্রিকেটার ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে
টাইগাররা। সাদা বলের সিরিজেও তাদের খেলা নিয়েও শঙ্কা রয়েছে। এখন যদি হৃদয়ও ছিটকে যান
তাহলে সেটি বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদই হতে চলেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে
মুশফিকের খেলার সম্ভাবনা ক্ষীণ। শান্তও খেলতে পারবেন কি না আগে থেকে সেটি জানার অপেক্ষায়
আছে বিসিবি। হৃদয়ের জন্য একইভাবে তাদের অপেক্ষা করতে হচ্ছে। শান্তর খেলা নিয়ে নিশ্চিত
রিপোর্ট পাওয়ার লক্ষ্যে ওয়ানডে সিরিজের দল ঘোষণায় দেরি করছে বিসিবি। দুজনের মেডিকেল
রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
প্রসঙ্গত, অ্যান্টিগায় ক্যারিবীয়দের
বিপক্ষে প্রথম টেস্টে ২০১ রানে হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর
লক্ষ্যে জ্যামাইকায় ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে নামবে মেহেদি হাসান মিরাজের দল।
পরবর্তীতে ৮, ১০ ও ১২ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে এবং ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি
সিরিজে মুখোমুখি হবে দুই দল।