প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৯:২৪ পিএম
বাজে সময় পার করছে ইংলিশ প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন ম্যানসিটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৬ ম্যাচে জয়হীন দলটি। এমন দুঃসময়ে একটু হলেও স্বস্তি পাচ্ছে সিটি। দলটির সাবেক স্ট্রাইকার মিখেইল কাভেলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন।
১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত
ম্যানসিটির হয়ে খেলেছেন মিখেইল। তিনি সিটির জার্সিতে ২৮ ম্যাচে ৩টি গোল করেছেন। ৫৩
বছর বয়সি কাভেলাশভিলি জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৬ ম্যাচ। গোল পেয়েছেন ৯টি।
জানা গেছে, সংসদ সদস্য, মিউনিসিপ্যাল
কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ৩০০ সদস্যের ইলেকটোরাল কলেজ নির্বাচন
করে প্রেসিডেন্ট। যেহেতু ইলেকটোরাল কলেজের বেশিরভাগ ভোটারই ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম
পার্টির, তাই আগামী ১৪ ডিসেম্বরের নির্বাচনে কাভেলাশভিলির জয় পাওয়াটা একদমই নিশ্চিত।
দলটি গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তবে রুশপন্থি
দলটির বিরুদ্ধে রাশিয়ার প্রভাবে নির্বাচনে কারচুপি করে জয়ের অভিযোগ করছে বিরোধীরা।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট সালোমে জুরাবিচভিলি পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান
করেছেন। গত সোমবার পার্লামেন্টের প্রথম অধিবেশনেও যাননি তিনি। জুরাবিচভিলির ছয় বছরের
মেয়াদ শেষ হবে ডিসেম্বরে।