প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৯:০৮ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১৯:২৯ পিএম
ডারবানের উইকেট দেখেছে উইকেটের বৃষ্টি— সংগৃহীত ছবি
বৃষ্টির পেটে গেছে আগের প্রায় পুরো দিন। ডারবান টেস্টের দ্বিতীয় দিনে ঝড়েছে উইকেট বৃষ্টি। লাঞ্চের অনেকটা আগেই শ্রীলঙ্কা ব্যাট পেয়েছিল। কিন্তু লাঞ্চ অবধিও টিকতে পারেনি। সব মিলিয়ে ১৩.৫ ওভারও ব্যাট করতে পারেনি ধনঞ্জয়া ডি সিলভারা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে থামিয়ে দেওয়ার পর ৪২ রানেই গুটিয়ে যায়। পেস তোপ দেগে একাই ৭ উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসার মার্কো জানসেন।
শ্রীলঙ্কা তাতেই পেয়েছে বড় লজ্জা। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪২ রানে অলআউট এবারই প্রথমবার হয়েছে লঙ্কান দল। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে ইনিংসে গুটিয়ে গিয়েছিল লঙ্কানরা। বলের বিচারেও টেস্ট ইতিহাসে আরেকটি লজ্জার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন (৮৩ বল) বল খেলেছে শ্রীলঙ্কা। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ফরম্যাটে তৃতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড গড়েছে সিলভারা।
ডারবানে লঙ্কানদের লজ্জা দেওয়ার শুরু ইনিংসের তৃতীয় ওভার থেকেই। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানো লঙ্কানরা ১৬ রানে হারায় টপ অর্ডারের চার ব্যাটারকে। ৩২ রানে জানসেনের মরণকামড়! নিজের দ্বিতীয় স্পেলে চারটি উেইকেট তুলে নেন জানসেন।
১১.৩ ওভারে ডি সিলভাকে ফেরানোর পর ওই ওভারেই প্রবাদ জয়সুরিয়াকে স্টিস্তান স্টাবসের ক্যাচ বানান জানসেন। একওভার পরে ভিসুয়া ও আসিথা ফার্নান্ডোকে শিকার বানান প্রোটিয়া পেসার। ৬.৫ ওভার বোলিংয়ে ১৩ রানে ৭ উইকেট নেন জানসেন। অন্য তিনটি শিকারের একটি কাগিসো রাবাদার, অপর দুটি গেরাল্ড কোটজের।
লজ্জার দিনে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস। দ্বিতীয় ইনিংসে ৪৭ রান তুলতে ১ উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা অবধি টেস্টে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ১৯৬ রান।