× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিএল টি-টোয়েন্টি পুরোটাই সিলেটে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৭:২৪ পিএম

এনসিএল টি-টোয়েন্টি পুরোটাই সিলেটে

প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসর। দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। 

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসর, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুই মাঠে হবে চারটা করে ম্যাচ। দুদিন পর একদিন থাকবে বিরতি। শেষ তিনদিন হবে বিরতি ছাড়া। প্রথম রাউন্ডের খেলা হবে সকাল ৯টা ও দুপুর দেড়টায়। প্লে অফ রাউন্ডের ম্যাচ ফ্লাড লাইটের নিচে হতে পারে। 

লিগ পর্বের ম্যাচগুলো সিলেট স্টেডিয়াম ও সিলেটের আউটার মাঠে অনুষ্ঠিত হবে। প্লে-অফের চার ম্যাচ হওয়ার কথা ছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে সেই সিদ্ধান্ত বদলে গেছে। এখন এই আসরের পুরোটাই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি সূত্রে জানা গেছে, মিরপুর থেকে সিলেটে প্লে অফ রাউন্ড সরিয়ে নেওয়ার কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী কনসার্ট। যা আগামী ২৩ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু কনসার্ট আয়োজনের জন্য বরাদ্দ না পাওয়ায় সেটি এখন হোম অব ক্রিকেটেই আয়োজিত হবে। 

বিসিবির এক কর্মকর্তা বলেন, ২৩ ডিসেম্বর কনসার্টটি আর্মি স্টেডিয়ামে করার ইচ্ছা থাকলেও তা হচ্ছে না, 'পুরো টুর্নামেন্টটা সিলেটে হবে এখন। আমরা বিপিএলের ওপেনিং কনসার্টের জন্য আর্মি স্টেডিয়াম বরাদ্দ পাইনি। এই কারণে আমরা প্লে অফ রাউন্ডের ম্যাচ সিলেটে শিফট করেছি।'

বিপিএল ছাড়া দেশে আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। ফলে এই ফরম্যাটে ভালোমানের ক্রিকেটার খুঁজে পাওয়া ছিল কঠিন। অনেক ক্রিকেটার আছেন, যারা বিপিএলে দল পান না। এসব ক্রিকেটার সারা বছর টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগই পেতেন না। তাদের জন্য জাতীয় লিগের টি-টোয়েন্টি ফরম্যাট হতে যাচ্ছে দারুণ একটি সুযোগ। 

এদিকে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরের শেষ হতেই ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এগারতম আসর। মারকাটারি এই আসরের আগে ঘরোয়া লিগে নিজেদের প্রস্তুতিও সারবে ক্রিকেটাররা। বিপিএলের মূল লড়াইয়ে আগে যা কাজে দেবে তা নিঃসন্দেহে বলা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা