আইরিশ সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৫৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ২১:৫৪ পিএম
দিলারা আক্তার
আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে শেষ দুই ওয়ানডে দলে আরও এক ক্রিকেটার অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। নতুন করে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার। আজ বৃহস্পতিবার খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়ে চোট পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। সিরিজের পরের দুই ম্যাচে তার খেলায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দিলারা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলেছেন। এরপর এই প্রথম জাতীয় দলে যুক্ত হলেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দিলারা ১৬তম সদস্য হিসেবে স্কোয়াড যুক্ত হচ্ছেন। নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘ফিল্ডিং করতে গিয়ে সুপ্তার ক্রাম্প হয়েছে। তবে আশা করা যাচ্ছে তা সেরে যাবে।’ দিলারাকে যুক্ত করার কারণ টপ অর্ডারে ব্যাটিং বিকল্প বাড়ানো।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন দিলারা। এক ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৮ রান। এক দিনের ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার ফের সুযোগ পেলেন টাইগ্রেস এ ব্যাটার।
আইরিশ নারীদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বুধবার মিরপুরে প্রথম ওয়ানডেতে আইরিশদের বিধ্বস্ত করেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ১৫৪ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। আগে ব্যাট করে সুপ্তার ৮৯ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংসে ২৫২ রান করে বাংলাদেশ; যা কি না দলীয় সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। পরে দুর্দান্ত বোলিংয়ে সফরকারী দল উড়ে যায় ৯৮ রানে।
বাংলাদেশের নারী ওয়ানডে দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও দিলারা আক্তার।
রিজার্ভ : দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।