× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রাইস্টচার্চ টেস্ট

প্রথম দিন সমানে সমান নিউজিল্যান্ড-ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৩:২০ পিএম

প্রথম দিন সমানে সমান নিউজিল্যান্ড-ইংল্যান্ড

ক্রাইস্টচার্চ টেস্টে ৮ উইকেটে ৩১৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ৯৩ রানের ইনিংস আর ইংলিশ বোলার শোয়েব বশিরের ৪ উইকেটে দিন ভাগাভাগি করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রথম দিনে খেলা হয়েছে ৮৩ ওভার।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৪ রানে ওপেনার ডেভন কনওয়েকে হারায় কিউইরা। এরপর টম লাথামকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন উইলিয়ামসন। লাথাম ফিফটি ৪৭ করে আউট হলে জুটি ভাঙে। তৃতীয় উইকেটে রাচিন রবিন্দ্রকে নিয়ে ৬৮ রানের আরও একটি জুটি করেন উইলিয়ামসন। ৩৪ রানে রবিন্দ্র প্যাভিলিয়নে ফিরলে ড্যারিল মিচেলকে নিয়ে ফের ৬৯ রানের জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামসন। তবে উইলিয়ামসনকে রেখে বিদায় নেন মিচেলও। ১৯ রান করেন ডানহাতি ব্যাটার।

পরবর্তী ৩ উইকেটে আর কোনো বড় জুটি হয়নি। পঞ্চম উইকেটে টম ব্লান্ডেলকে নিয়ে উইলিয়ামসনের জুটিটি ছিল ২৮ রানের। এবার আউট হয় উইলিয়ামসন নিজেই। ১৯৭ বল মোকাবেলায় ১০ চারে ৯৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। ইনজুরি থেকে ফিরেই উইলিয়ামসনের এমন দুর্দান্ত পারফরম্যান্স আশা জাগিয়েছে নিউজিল্যান্ডকে। সেই ধারায় অষ্টম উইকেটে ৪৬ রানের আরও একটি জুটি করেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস। দিনের শেষ পর্যন্ত উইকেটে টিকে আছেন ফিলিপস (৪১) ও টিম সাউদি (১০)।

ইংল্যান্ডের হয়ে ৬৯ রানে ৪ উইকেট শিকার করেছেন স্পিনার শোয়েব বশির। ২টি করে উইকেট নেন ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা