× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে খেলতে যোগ্যতা দরকার: ফাহিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ০০:১১ এএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ০০:১১ এএম

নাজমুল আবেদীন ফাহিম

নাজমুল আবেদীন ফাহিম

আইপিএলে বাংলাদেশের একজন প্রতিনিধি থাকবে। এটা যেন রীতি হয়ে দাঁড়িয়েছিল। সেটা এবার ভাঙতে যাচ্ছে। আর্থিকভাবে লোভনীয় এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবারের আসরে নেই দেশের কোনো ক্রিকেটার। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলাম থেকে দল পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়। অথচ তালিকায় নাম ছিল লাল-সবুজের ১২ প্রতিনিধির। সাকিব আল হাসান বা মুস্তাফিজদের মতো তারকা ক্রিকেটারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে কেন নেই বাংলাদেশের কেউ? বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের মতে, এটা হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বর্তমান বাজে পারফরম্যান্সের কারণেই।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বুধবার গণমাধ্যমকে বিকেএসপির সাবেক কোচ ফাহিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সরাসরিভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’

অনাপত্তিপত্র পাওয়া নিয়ে জটিলতার মুখোমুখি হতে হয় বাংলাদেশের ক্রিকেটারদের। আইপিএলে দেশের ক্রিকেটার না থাকার পেছনে অন্যতম কারণ এটা। ভারতীয় এ টি-টোয়েন্টি আসরের ব্যাপ্তি দীর্ঘ দুই মাস। অথচ এবার বাংলাদেশের সিংহভাগ ক্রিকেটারই অনাপত্তিপত্র পেয়েছিলেন মাত্র দুই সপ্তাহের জন্য। এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। একই সময় জাতীয় দলের অ্যাসাইনমেন্ট থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

জোর-জবরদস্তি করে তো আর আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে জায়গা করে নেওয়া যায় না। দল পেতে হলে, মাঠের পারফরম্যান্সে ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়তে হবে ক্রিকেটারদেরই। ফাহিম বললেন তেমনটাই, ‘জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারব না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছরও। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়, আমাদের চেষ্টা থাকা উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’

অনেক দিন ধরেই অনেক আফগান ক্রিকেটার আলো ছড়িয়ে যাচ্ছেন আইপিএলে। তাদের সেই দুরন্ত ফর্ম বইয়ে নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এ নিয়ে ক্রিকেট বিশ্লেষক ফাহিম যোগ করেন, ‘আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে এই জায়গায় ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে, আমরা পিছিয়ে পড়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা