প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৬:২৫ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১৭:১০ পিএম
ব্যাটিংয়ে ঝলক দেখলেও সেঞ্চুরি মিস করেন সুপ্তা - - - ছবি : আ. ই. আলীম
সময়টা কিছুতেই যেন ভালো যাচ্ছিল না দেশের মেয়েদের। ভরাডুবির বিশ্বকাপের পর নিজেদের মাঠে আয়ারল্যান্ডের মেয়েদের পেয়েই ঘুরে দাঁড়াল নিগার সুলতানা জ্যোতিরা। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল বাঘিনীরা। প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে আলো ছড়িয়ে আইরিশদের হারিয়েছে ১৫৪ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশের নারী ওয়ানডের ইতিহাসে সবোর্চ্চ ব্যবধানে জয়ের রেকর্ড এটি।
মিরপুরে শেরেবাংলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ২৮.৫ ওভারে ৯৮ রান তুলেই বিধ্বস্ত হয়েছে আয়ারল্যান্ডের মেয়েরা।
শুরুর দিকে বেশ শ্লথ গতিতে ব্যাট চালিয়েছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ফারজানা হক ও মুর্শিদা খাতুনের ব্যাট ছুঁয়ে আসে ৫৯ রান। তবে এই সময়ে খেলা হয়ে যায় ১৮ ওভারেরও বেশি। ৬১ বলে ৩৮ রান করে ফিরে যান মুর্শিদা। তবে ফিফটি পেয়েছেন ফারজানা হক। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন এ ব্যাটার।
দুরন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির আভাস দিয়েছিলেন শারমিন সুপ্তা। শেষ দিকে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ তুলে দিয়ে সেঞ্চুরি থেকে বঞ্চিত হন সুপ্তা। সাজঘরে ফেরার আগে ১৪ বাউন্ডারিতে ৮৯ বলে ৯৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন এ ব্যাটার। অপরাজিত থেকে যান স্বর্ণা আক্তার (১৩) ও সুবহানা মোস্তারি (৫)। আইরিশদের হয়ে দুটি উইকেট নেন ফ্রেয়া সার্জেন্ট।
জবাবে আয়ারল্যান্ডের শুরুটা মোটেই ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই ব্রেকথ্রু এনে দেন মারুফা আক্তার। অতিথি শিবিরে জোড়া আঘাত হানেন তিনি। ১০ রানে ২ উইকেট হারানো আয়ারল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখান সারা ফোর্বস ও ওরলা পেন্ডারগাস্ট।
১৯ রান করে ওরলা বিদায় নিলে ভাঙে ৩৮ রানের তৃতীয় উইকেটের পার্টনারশিপ। ব্যাটিং বিপর্যয়ের দিনে এটাই ছিল সর্বোচ্চ রানের জুটি। সারা ২৫ রানে আউট হলে আইরিশরা যোগ দেয় আসা-যাওয়ার মিছিলে। লরা ডেনালির ২২ রান ছাড়া আর কেউই উল্লেখ করার মতো ইনিংস উপহার দিতে পারেননি।
বাংলাদেশের জার্সি গায়ে ২৩ রানে ৩ উইকেট নেন সুলতানা খাতুন। সঙ্গে ২টি করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।