প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২১:২১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২৩:২৯ পিএম
ক্রো-থর্প ট্রফি
ট্রফি হবে ইস্পাত বা কাঁচ বা ব্রোঞ্জ দিয়ে। এটাই যেন ক্রিকেটের রীতি। এবার সেই প্রথাটা পাল্টে যাচ্ছে। কাঠ দিয়ে তৈরি হয়েছে ট্রফি। ট্রফির বেদিতে পিতলের পাতে লেখা ক্রো-থর্প ট্রফি। নতুন এই ট্রফি ছিনিয়ে নিতেই আগামী বৃহস্পতিবার লাল বলের লড়াইয়ে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দুই দেশের প্রয়াত দুই সাবেক তারকা ক্রিকেটারের নামে পরিচিত হবে দুই দেশের টেস্ট দ্বৈরথ।
যেনতেন কাঠ দিয়ে তৈরি হয়নি ট্রফিটা। মার্টিন ক্রো ও গ্রাহাম থর্প, সাবেক দুই গ্রেটের ব্যাটের অংশ বিশেষ দিয়েই তৈরি হয়েছে ট্রফিটি। প্রয়াত দুই ক্রিকেট তারকার পরিবারের সহায়তায় ট্রফি বানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ট্রফির ডিজাইন করেছে মাহু ক্রিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ক্রাইস্টচার্চ টেস্ট সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ক্রো-থর্প ট্রফিটি।