× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৯:১৪ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১৯:১৭ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা

ক্ষণে ক্ষণে বদলাচ্ছে নাটকের মোড়। চ্যাম্পিয়নস ট্রফি যত সন্নিকটে ততই দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তানের বাকযুদ্ধ বেড়ে চলেছে। নিরাপত্তা ঝুঁকিকে ঢাল হিসেবে ব্যবহার করে পাকিস্তান সফরে অপরাগতা জানায় ভারত। একই ঘটনা সামনে এনে দেশটির ব্লাইন্ড ক্রিকেট দলকেও বিশ্বকাপে পাঠায়নি তারা। ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, রোহিত শর্মাদেরও  ব্লাইন্ড টিমের দশা হতে পারে! তবে শেষ মুহুর্তে পাশার দাঁন উল্টে  ‘হাইব্রিড মডেলে’ খেলা হতে পারে বলেও জানায় ক্রিকেট বিষয়য়ক একাধিক গণমাধ্যম।

ভারতের পাকিস্তান সফর এবং চ্যাম্পিয়নস ট্রফিতে সবগুলো দলের অংশগ্রহ নিয়ে আলোচনায় বসবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েঝে, সমুহ সমস্যা সমাধানে আগামী ২৯ নভেম্বর মিটিং ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা। ওয়েবসাইটটি এটাও নিশ্চিত করেছে, আইসিসির এই সভা ভার্চুয়ালি হবে এবং এখান থেকে ফাইনাল একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এসময় ভ্রমণ এবং ভ্রমণের নিরাপত্তা নিয়েও আলোচনা হবে। 

এখন পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে সম্প্রতি আইসিসির একটি দল পাকিস্তানে ভ্রমণ করে এবং তিনটি ভেন্যু ভ্রমণ করে। এ সময় তারা সম্ভাব্য একটি তারিখ জানায়। বলা হয়, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই অনুষ্ঠিত এবং শেষ হবে আট জাতির এই টুর্নামেন্ট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা