জিম্বাবুয়ে সফর
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৮:৫৪ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম
সাইম আইয়ুব-আবদুল্লাহ শফিক
জিম্বাবুয়ের কাছে হেরে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। সেই বুলাওয়েতেই জিতে ম্যাচে সমতায় ফিরল মোহাম্মদ রিজওয়ানরা। দ্বিতীয় ওয়ানডেতে আজ জিম্বাবুয়েকে ১০ উইকেটে ধসিয়ে দিয়েছে পাকিস্তান। টসে জিতে ব্যাট হাতে মাঠে নেমে পাকিস্তানের দাপুটে বোলিংয়ে রীতিমতো উড়ে গেছে জিম্বাবুয়ের ব্যাটাররা। ৩২.৩ ওভারে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৪৫ রানে। জবাবে বিনা উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। এবং সেটা ১৯০ বল হাতে রেখে।
জিম্বাবুয়ের ব্যাটারদের নাস্তানাবুদ পাকিস্তানের স্পিনাররা। বিশেষ করে আফ্রিকান ব্যাটারদের ওপর খড়গহস্ত হয়েছেন আবরার আহমেদ ও আগা সালমান। লেগ-অফ স্পিনে দুজনে মিলে শিকার করেন ৭ উইকেট। আবরার ৪ উইকেট নেন ৩৩ রান খরচ করে। সালমান ২৬ রান দিয়ে পান ৩ উইকেট। একটি করে উইকেট পান অন্য দুই স্পিনার সাইম আইয়ুব ও ফয়সাল আকরাম।
ব্যাটিংয়ের শুরুতেই বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ৬ রানে প্রথম উইকেট খুইয়ে ফেলে আয়োজকরা। রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন তাদিওয়ানাশে মারুমানি। পরে দ্বিতীয় উইকেট হারায় তারা দলীয় ২৩ রানে। বিপদ সামলে ডিওন মায়ার্স ও অধিনায়ক ক্রেইগ আরভিন ব্যাট হাতে দৃঢ়তা দেখান। কিন্তু তৃতীয় উইকেটে ৩৮ রানের পার্টনারশিপ গড়ার পর ক্রিজ থেকে বিদায় নেন মায়ার্স। দলের ৬৮ রানে নিজের উইকেট সঁপে দেন আরভিনও। দলীয় সংগ্রহে ৪৮ রান যোগ হতেই শেষ ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট হাতে নেমে আগ্রাসী ব্যাটিং শুরু করেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। খেলেন ৬২ বলে ১৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় হার না মানা ১১৩ রানের দুরন্ত এক ইনিংস। আন্তর্জাতিক ক্যারিয়ারেই এই প্রথম জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন সাইম। সাবধানি ব্যাটিংয়ে তার উদ্বোধনী পার্টনার আবদুল্লাহ শফিক অপরাজিত ছিলেন ৪৮ বলে ৩২ রান নিয়ে।