প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৭:১৬ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১৭:১৮ পিএম
ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। ৭১ টেস্টে দেশসেরা অলরাউন্ডারের উইকেট সংখ্যা ২৪৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাইজুল ইসলামের উইকেট ২১১টি।
টেস্টে সর্বেসর্বা হলেও দেশ এবং বাইরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি এখন আর সাকিবের নেই। গতমাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাবেক অধিনায়ককে পেছনে ফেলেন তাইজুল। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পথে সাকিবকে টপকে যান তিনি। ঘরের মাঠে সাকিবের উইকেট ছিল ৭৬টি। তাইজুল সেই টেস্টের প্রথম ইনিংসে পূর্ণ করেন ৭৯ উইকেট।
বাংলাদেশের সাবেক অধিনায়ক এবার দেশের বাইরের রেকর্ডটিও হারালেন। ৮৩ উইকেট নিয়ে এত দিন দেশের বাইরে টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ প্রথম উইকেটটি পেয়েই ছাড়িয়ে গেছেন সাকিবকে। দেশের বাইরে টেস্টে মিরাজের উইকেট এখন ৮৫টি।