আইপিএল নিলাম
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৫:৫৯ পিএম
বৈভব সূর্যবংশী
বয়স এখনো ১৪ পেরোয়নি। অথচ আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে কোটিপতি বনে গেল বৈভব সূর্যবংশী। নিলামের দ্বিতীয় দিনে তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভিড়ায় রাজস্থান রয়েলস।
নিলামের আগেই আলোচনায় ছিল বৈভব। তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ছিল তার নাম। বৈভবের বেইজড প্রাইস ছিল ৩০ লাখ। নিলামের দ্বিতীয় দিনে সঞ্চালিকা মল্লিকা সাগর বৈভবের নাম ঘোষণা করতেই আগ্রহ দেখান দিল্লি কর্তৃপক্ষ। তাদের সঙ্গে টাকার যুদ্ধে নামে রাজস্থান। কোটায় অপেক্ষাকৃত বেশি টাকা হাতে থাকায় সম্ভবত ভবিষ্যতের লগ্নি হিসেবে এগিয়ে যায় রাজস্থান। তারা ১ কোটি ১০ লাখ টাকা দাম দিতেই সরে যেতে বাধ্য হয় দিল্লি। তাতেই নতুন ইতিহাস তৈরি হয়।
বিহারের তাজপুর গ্রামের বাসিন্দা বৈভব। চার বছর বয়সে বাবা সঞ্জীব সূর্যবংশীর কাছে ক্রিকেটে হাতেখড়ি। তার বাবা পেশায় কৃষক হলেও ক্রিকেটের প্রতি ভালবাসা অফুরান। ছেলের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ দেখে তাকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যান। বাড়ির পিছনে ছোট একটু জায়গা পরিষ্কার করে ছেলে ক্রিকেট শেখাতে শুরু করেছিলেন। বাবার কাছে প্রাথমিক ক্রিকেট পাঠের পর ন’বছর বয়সে সমস্তিপুর ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয় বৈভব। সেখানে আড়াই বছর শেখার পর বিজয় মার্চেন্ট ট্রফির জন্য ট্রায়ালে যায় বৈভব। ভাল পারফর্ম করলেও কম বয়সের কথা ভেবে তাকে স্ট্যান্ড বাই রেখেছিলেন বিহারের অনূর্ধ্ব ১৬ দলের নির্বাচকেরা। সেখানেই চোখে পড়ে যান সাবেক রঞ্জি ক্রিকেটার মণীশ ওঝার। তার পর থেকে তিনিই বৈভবের কোচ।
১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। গত ১ অক্টোবর বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৫৮ বলে ম্যাজিকাল ফিগার স্পর্শ করে আলোচনায় আসে বৈভব। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে এটাই দ্রুততম শতরান। ইনিংসে ছিল ১৪টি চার ও চারটি ছয়। স্ট্রাইক রেট ১৬৭.৭৪।