অ্যান্টিগা টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১২:০১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১২:১৬ পিএম
বল হাতে ৬ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ছবি : বিসিবি
টেস্ট ক্রিকেটে তাসকিন আহমেদের প্রথম ৫ উইকেট শিকারের পরও ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিশ্চিত পরাজয়ের মুখে আছে বাংলাদেশ। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের ৩৩৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দিন শেষ করেছে ৭ উইকেটে ১০৯ রান নিয়ে। শেষ দিনে আজ ৩ উইকেট হাতে নিয়ে আরও ২২৫ রান প্রয়োজন, যা কার্যত অসম্ভব।
ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বল করে ১ মেডেনসহ ৬৪ রানে ৬ উইকেট নিয়েছেন তাসকিন। টেস্টে এটা তার প্রথম ৫ বা ততোধিক উইকেট শিকার। ডান হাতি এ পেসারের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৫২ রানে। বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ব্যাটাররা সেই পুরোনো কায়দায় আত্মহত্যার মিছিলে যোগ দিয়েছিলেন।
আউট হওয়া সাত ব্যাটারের মধ্যে চারজন ২ অঙ্কেই যেতে পারেননি। তারা হলেন মাহমুদুল হাসান (৬), জাকির হাসান (০), শাহাদাত হোসেন (৪) ও তাইজুল ইসলাম (৪)। এ ছাড়া মুমিনুল হক ১১, লিটন দাস ২২ এবং অধিনায়ক মেহেদি মিরাজ করেন ৪৬ বলে ৫ চার ১ ছক্কায় ৪৫ রান। দিনশেষে ১৫ রানে অপরাজিত আছেন জাকের আলী। তার সঙ্গে হাসান মাহমুদ। ৩টি করে উইকেট নিয়েছেন কেমার রোচ আর জেইডেন সিলস।
দিনের খেলা শেষে ব্যাটিং নিয়ে সমালোচনাই করলেন তাসকিন, ‘এটা দুর্ভাগ্যজনক। ব্যাটিং ইউনিটের কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করেছিলাম। তবে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো বোলিংও করেছে। আশা করি পরেরবার দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব আমরা।’
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে তৃতীয় দিন পার করেছিলেন টাইগাররা। ১৮১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের শুরুতে ব্যাটিংয়ে নামার কথা ছিল সফরকারীদের। কিন্তু ব্যাটিংয়ে না নেমে প্রথম ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এখন পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছে সফরকারীদের সামনে।