× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিএল টি-টোয়েন্টির জমকালো উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২৩:২২ পিএম

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাহিম সিনহা, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী, পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের লিমিটেডের সিনিয়র ডিরেক্টর আমিনুল ইসলাম খান, সিলভার পার্টনার রিমার্ক হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ উপস্থিত ছিলেন; ছবি: আ. ই. আলীম

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাহিম সিনহা, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী, পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের লিমিটেডের সিনিয়র ডিরেক্টর আমিনুল ইসলাম খান, সিলভার পার্টনার রিমার্ক হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ উপস্থিত ছিলেন; ছবি: আ. ই. আলীম

অবশেষে ঘরোয়া ক্রিকেটারদের দীর্ঘদিনের আক্ষেপ দূর হচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া দেশে আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। ফলে এই ফরম্যাটে ভালোমানের ক্রিকেটার খুঁজে পাওয়া ছিল কঠিন। অনেক ক্রিকেটার আছেন, যারা বিপিএলে দল পান না। এসব ক্রিকেটার সারা বছর টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগই পেতেন না। তাদের জন্য জাতীয় লিগের টি-টোয়েন্টি ফরম্যাট হতে যাচ্ছে দারুণ একটি সুযোগ। 

শনিবার (২৩ নভেম্বর) বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের উদ্বোধন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বোর্ড সভাপতি ফারুক আহমেদ, পরিচালক ফাহিম সিনহা, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরমান আর চৌধুরী, পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের লিমিটেডের সিনিয়র ডিরেক্টর আমিনুল ইসলাম খান, সিলভার পার্টনার রিমার্ক হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ উপস্থিত ছিলেন। 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজের বক্তব্যে বলেছেন, ‘বিসিবির তত্ত্বাবধানে এবারই প্রথম সম্ভবত এমনভাবে টিভি সম্প্রচারসহ বিপিএলের বাইরে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে চলেছে। ঢাকা প্রিমিয়ার লিগের সঙ্গে হয়তো দুয়েকবার হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য তাই এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ডও বটে। এর সঙ্গে আমরা এই বছর থেকে নিয়মিত জাতীয় ক্রিকেট লিগের সঙ্গে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে উদ্যোগী হয়েছি।’

আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর এনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়াবে। দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। লিগ পর্বের ম্যাচগুলো সিলেট স্টেডিয়াম ও সিলেটের আউটার মাঠে হবে। প্লে-অফের চার ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে। লিগটি সরাসরি টি-স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপে দেখা যাবে। ভারতে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যানকোডে দেখা যাবে টুর্নামেন্টটি।

ফারুক জানান, ‘এখন থেকে প্রতি বছর বিপিএলের আগে মাঠে গড়াবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুধু স্থানীয় ক্রিকেটাররা অংশ নেবে, এটি গুরুত্বপূর্ণ। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিং রুমে খেলার আগে তৈরি হওয়ার যে ব্যাপারটা, সেটি এই টুর্নামেন্ট থেকে ভালোভাবে সম্পন্ন হবে। আমাদের ক্রিকেটাররাও টি-টোয়েন্টির সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা