প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২৩:১৫ পিএম
তিলক ভার্মা
সেঞ্চুরি যেন মুড়ি-মুড়কির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তিলক ভার্মার কাছে। তার সাম্প্রতিক ফর্ম যেন সেটাই বলে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে শতক হাঁকিয়েছেন তিনি। আজ শনিবার ফের জাদুকরি তিন অঙ্কের দেখা পেয়েছেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে।
ভারতের ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিলক উপহার দিয়েছেন ৬৬ বলে ১৫১ রানের চমৎকার এক ইনিংস। এই হানড্রেড পেরুনো স্কোর দিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন বাঁ-হাতি এ ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া একমাত্র ক্রিকেটার এখন তিনি। তিন ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করতে তিলকের লেগেছে ৫১, ৪১ ও ৫১ বল।
তিলক ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন রাজকোটে-হায়দরাবাদের জার্সি গায়ে মেঘালয়ের বিপক্ষে। ১০০ ছাড়ানো তার ব্যক্তিগত ইনিংসে ছক্কা ছিল ১০টি। প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচেও হাঁকিয়েছিলেন ১০টি ছক্কা। তার আগের ম্যাচে ওভার-বাউন্ডারি ছিল ৭টি।
তার মানে, নিজের সর্বশেষ তিন ম্যাচে তিলক কেবল ছক্কাই মেরেছেন ২৭টি। ওই তিন ম্যাচে তার ব্যাট ছুঁয়ে ১৬৯ বলে এসেছে ৩৭৮ রান! যার মধ্যে শুধু ছক্কা থেকেই এসেছে ১৬২ রান।