অ্যান্টিগা টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২২:৪৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২২:৫৫ পিএম
হাসান মাহমুদ
প্রথম দিনের শুরুতে বল হাতে ঝড় তুলেছিলেন তাসকিন আহমেদ। তারকা এ পেসারের দ্যুতি ছড়ানো বোলিংয়ের চাপেই পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুটাও হলো ঠিক তেমন। দুই দিনের শুরুর বোলিংয়ে দারুণ মিল রাখল টাইগাররা। আজ শনিবার দ্বিতীয় দিনে দারুণ শুরু এনে দেন হাসান মাহমুদ। দুজনেই শুরুর ঝলকে নেন দুটি করে উইকেট। দিনের প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজের বিশেষজ্ঞ ব্যাটারদের শেষ পার্টনারশিপে সমাপ্তি ঘটান তরুণ এ পেসার। ভেতরে ঢোকা ডেলিভারি খেলার ব্যর্থ চেষ্টা করেন জশুয়া ডি সিলভা। ব্যাটটা চালাতে পারেননি ঠিকঠাক। লাল-সবুজের শিবিরের এলবিডব্লিউ আবেদনে সাড়া দেন মাঠের আম্পায়ার। বল ট্র্যাকিংয়ে দেখা যায় বল আঘাত করত অফ স্টাম্পের ওপরে। আম্পায়ার্স কলে কিপার ব্যাটার বিদায় নিলেও বেঁচে যায় স্বাগতিকদের রিভিউ। ডি সিলভা দুই চারে ২৩ বলে করেন ১৪ রান।
আলজারি জোসেফ প্রথম বলে ফ্লিক করে বাউন্ডারি হাঁকান। পরের বলেই তাকে শিকারে পরিণত করে মধুর প্রতিশোধ নেন হাসান মাহমুদ। গালিতে দারুণ ক্যাচ নিয়ে সবার নজর কাড়েন জাকির হাসান। অফ স্টাম্প ঘেঁষা হাসানের গুড লেংথ ডেলিভারি ভেতরে ঢোকার মুখে লেগে খেলার চেষ্টা করেন জোসেফ। একটু আগেভাগে শট খেলার মাসুল দেন ক্যাচ দিয়ে। ব্যাটের কানায় লেগে গালি দিয়ে তীব্র গতিতে বেরিয়ে যাওয়া বল লাফিয়ে মুঠোয় নেন জাকির। ৩ বলে এক চারে ৪ রান করেন জোসেফ। তার আগে ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। মধ্যাহ্নভোজ বিরতি পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৩৬ সংগ্রহ করেছে ক্যারিবীয়রা। অথচ ক্যারিবীয়দের অল্পতে গুটিয়ে দেওয়ার সুযোগ ছিল টাইগারদের সামনে।
বোলিংয়ে শুরুর ছন্দটা ধরে রাখতে না পারায় বাড়তে থাকে উইন্ডিজের দলীয় স্কোর। আর অস্বস্তি বাড়তে থাকে অতিথি মেহেদী হাসান মিরাজদের। ১১ রান নিয়ে আগের দিনের অপরাজিত ব্যাটার জাস্টিন গ্রেভস ক্রিজে টিকে আছেন ৬৩ রান নিয়ে। তার আগের দিনের সঙ্গী ডি সিলভা আজ কোনো রানই যোগ করতে পারেননি দলীয় স্কোরে। প্রথম দিন শেষে নিজের ব্যক্তিগত ১৪ রানের স্কোর নিয়ে ফেরেন সাজঘরে। ১৯ রান নিয়ে গ্রেভস সঙ্গ দিচ্ছেন এখন কেমার রোচ।
ডি সিলভার পর আলজারি জোসেফকে ফিরিয়ে দারুণ এক রেকর্ড গড়লেন হাসান মাহমুদ। টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের কীর্তির মালিক এখন তিনি। গত মে’তে শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় তার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ইনিংসে হাসানের শিকার ২৫ উইকেট। ইনিংসে দুবার পেয়েছেন পাঁচ বা এর বেশি উইকেটের দেখা। আগের রেকর্ডটি ছিল শাহাদাত হোসেনের। ২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি। এ ছাড়া পেসারদের মধ্যে অন্তত ২০ উইকেট নেওয়ার রেকর্ড আছে আর দুজনের - ইবাদত হোসেন (২০২২ সালে ২১ উইকেট) ও সৈয়দ খালেদ আহমেদ (২০২২ সালে ২০ উইকেট)।