× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় ক্রিকেট লিগ

সুমনের হ্যাটট্রিকসহ ৭ উইকেট, নাঈমের সর্বোচ্চ ইনিংস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২১:৩৭ পিএম

সুমনের হ্যাটট্রিকসহ ৭ উইকেট, নাঈমের সর্বোচ্চ ইনিংস

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে সর্বনিম্ন দলীয় রানে অলআউটের লজ্জায় পড়েছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগের পেসার সুমন খানের হ্যাটট্রিকে তারা মাত্র ৪২ রানেই গুটিয়ে গেছে। প্রতিপক্ষের এমন হতাশার দিনে সুমন একাই নিয়েছেন ৭ উইকেট। আরেক ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন মোহাম্মদ নাঈম শেখ। ঢাকা মেট্রোর এই ওপেনার সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম দিন শেষে ১৫৩ রানে অপরাজিত আছেন। 

এনসিএলে সর্বনিম্ন দলীয় ইনিংস

শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এনসিএলের ষষ্ঠ রাউন্ডে ঢাকার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল রাজশাহী। কিন্তু পেসার সুমন খানের বোলিং তোপে মাত্র ৪২ রানে অলআউট হয়ে যায় উত্তরবঙ্গের দলটি। এনসিএলের ইতিহাসে যা সর্বনিম্ন। এর আগে গত মৌসুমে দেশের এই ঘরোয়া প্রতিযোগিতায় সর্বনিম্ন ৪৬ রানের নজির ছিল বরিশাল বিভাগের। ২০১৩-১৪ মৌসুমে এই বগুড়াতেই ৪৮ রানে অলআউট হয়েছিল ঢাকা মেট্রো। 

রাজশাহীর ইনিংসের শেষ তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করা সুমন সব মিলে ৭.৫ ওভারে ২ মেডেনসহ ১৮ রানে ৭ উইকেট শিকার করেছেন। সুমনের হ্যাটট্রিকটি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের বোলারদের ২১তম হ্যাটট্রিক। বাংলাদেশের ১৮তম বোলার হিসেবে এই সংস্করণে হ্যাটট্রিক পেলেন সুমন। ইলিয়াস সানি, সোহাগ গাজী ও মোহাম্মদ আশরাফুল দুবার করে পেয়েছেন হ্যাটট্রিক।

পরে ব্যাট হাতে খুব বেশি ভালো করতে পারেনি ঢাকাও। জিশান আলম ও রনি তালুকদারের উদ্বোধনী জুটি ৮৫ রান তুললেও ঢাকা প্রথম ইনিংসে অলআউট হয় ১৮১ রানে। সুমনের হ্যাটট্রিকের শিকার পায়েল নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। রাজশাহী আবার ব্যাট করতে নেমে প্রথম দিনটা শেষ করেছে ১ উইকেট ১৮ রান তুলে। দলটি এখনও পিছিয়ে ১২১ রানে।

নাঈমের ব্যাটে মেট্রোর দিন

কক্সবাজারের একাডেমি মাঠে রংপুর বিভাগের বিপক্ষে ২ উইকেটে ২৭৬ রান তুলে প্রথম দিন শেষ করেছে ঢাকা মেট্রো। দলটির ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ১৫৩ রান করে অপরাজিত থেকে শেষ করেছেন প্রথম দিন। ২২২ বলে ১৬ চার ও ১ ছক্কায় প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংসটাকে সাজিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি এই ব্যাটার। 

দলীয় ৫৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় ঢাকা মেট্রো। ওপেনার আনিসুল ইসলাম ৪০ বলে ২৪ রান করে আউট হয়ে যান। এরপর উইকেটকিপার ব্যাটার তাহজিবুল ইসলামকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৯৮ রান যোগ করেন নাঈম। তাহজিবুল ফিরেছেন ৭৩ রান করে। রংপুরের নজরুল ইসলাম মুন্না ও আরিফুল হক ১টি করে উইকেট পান। 

মজিদের ৭৮, রাজার ৩ উইকেট

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক সিলেট। তবে এবাদত হোসেন, খালেদ আহমেদদের সামলে প্রথম দিনে ৭ উইকেটে ২৫৮ রান তুলেছে বরিশাল বিভাগ। ওপেনার আবদুল মজিদ করেছেন সর্বোচ্চ ৭৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে সোহাগ গাজীর ব্যাট থেকে। লিগের দ্বিতীয় রান সংগ্রাহক বরিশালের ওপেনার ইফতেখার রহমান ইফতি ২০ রান করেন। সিলেটের পেসার রেজাউর রহমান নিয়েছেন ৩ উইকেট।

নাইমের ফাইফারে চট্টগ্রামের দাপট

সিলেটের একাডেমি মাঠে খুলনা বিভাগের বিপক্ষে বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে চট্টগ্রাম বিভাগ। অফস্পিনার নাইম হাসানের ঘূর্ণিবিষে মাত্র ২০৪ রানে অলআউট হয়েছে খুলনা। ওপেনার অমিত মজুমদার করেছেন সর্বোচ্চ ৭৫ রান। চট্টগ্রামের অফস্পিনার নাঈম হাসান পেয়েছেন ৫ উইকেট। আরেক স্পিনার আশরাফুল ইসলাম পান ৩ উইকেট। চট্টগ্রাম বিনা উইকেটে ৩১ রান তুলে প্রথম দিন শেষ করেছে। সাদিকুর রহমান ১১ ও পারভেজ হোসেন ইমন ২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা