প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২০:৪০ পিএম
সর্বশেষ মৌসুমটা মোটেও ভালো যায়নি চেলসির। হারের বৃত্তেই একাধিকবার ঘুরপাক খেয়েছে ব্লুজরা। অবশেষে নতুন মৌসুমে ঘুরে দাড়িয়েছে চেলসি। পরপর দুিই ম্যাচে কঠিন প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির আজ পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল স্টাম্পফোর্ড ব্রিজের দলটি।
শনিবার সন্ধ্যায় প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টারসিটির আতিথেয়তা নেয় চেলসি। পরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে তারা। প্রথমার্ধে নিকোলাস জ্যাকসনের গোলে লিড নেয়ার পর দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে দেন অধিনায়ক এনজো ফার্নান্দেস। যোগ করা সময়ে ব্যবধান কমান লেস্টারসিটির ঘানার লেফট উইঙ্গার জর্ডান আইয়ি।
খেলার শুরু থেকেই এদিন আধিপত্য বিস্তার করে চেলসি। লেস্টারের ৪ শটের বিপরীতে চেলসির ১৬ শটই তার বড় প্রমাণ। যার মধ্যে ৭টি শটই অন টার্গেটে রাখে চেলসি। বড় কয়েকটি সুযোগ হাতছাড়া না হলে জয়ের ব্যবধান আরও বাড়তেই পারত। শেষ পর্যন্ত জয়ের ব্যবধান বড় না হলেও তিন পয়েন্ট নিয়ে নিশ্চয়ই সন্তুষ্ট চেলসি কোচ এনজো মারেস্কা।
প্রিমিয়ার লিগের ১২ রাউন্ড শেষ করে চেলসির পয়েন্ট এখন ২২। চার পরাজয় এবং দুই ড্রয়ের বিপরীতে ৬ ম্যাচে জয় পেয়েছে চেলসি। টেবিলের শীর্ষে থাকা লিভারপুর অবশ্য এগিয়ে অনেকটাই। অল রেডরা ১১ খেলায় সংগৃহ করেছে ২৪ পয়েন্ট। সমান ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।