প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২০:০২ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২০:০২ পিএম
বিদ্যমান কমিটি ভেঙে দিয়ে গত ১৪ নভেম্বর নতুন ৯টি ক্রীড়া ফেডারেশনে দেওয়া হয়েছে অ্যাডহক কমিটি। এই ফেডারেশনগুলোর মধ্যে আছে, ব্রিজ ফেডারেশন, অ্যাথলেটিকস ফেডারেশন, স্কোয়াশ ফেডারেশন, কাবাডি ফেডারেশন, বিলিয়ার্ড, স্নুকার ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, দাবা ফেডারেশন, হকি ফেডারেশন ও টেনিস ফেডারেশন। অ্যাডহক কমিটি গঠনের ৬ দিনের মাথায় সবার আগে প্রথম সভা করেছে হকি ফেডারেশন। আজ সভা করল টেনিস ফেডারেশন।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি আজ শনিবার দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের নবনিযুক্ত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাই সরকার।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান খাঁন (পুটন) ও জনাব মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), যুগ্ম-সম্পাদক জনাব মুয়াম্মার আহমেদ ও জনাব মোহাম্মদ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ জনাব এম এ জিন্নাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।