× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ২৭ রেফারির চিঠি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৮:৩০ পিএম

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ২৭ রেফারির চিঠি

চ্যালেঞ্জ কাপ দিয়ে শুক্রবার মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এবার অপেক্ষা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ফেডারেশন কাপের। তবে এই দুটি প্রতিযোগিতা মাঠে গড়ানোর আগে সম্মানী ও আনুষাঙ্গিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্যানেলভুক্ত ২৭ জন রেফারি। ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল বরাবর চিঠি দিয়েছেন তারা। 

প্রিমিয়ার লিগে একটি ম্যাচে রেফারি পান ৪ হাজার টাকা, দুই সহকারী রেফারি ৩৮০০ টাকা ও চতুর্থ রেফারি পান ৩৫০০ টাকা। নতুন সভাপতি তাবিথ আউয়ালকে দেয়া চিঠিতে দুই হাজার করে বেশি দেয়ার প্রস্তাব দিয়েছেন রেফারিরা। ম্যাচ পরিচালনার সময় রেফারিদের দৈনিক ভাতা প্রদান করা হয়। সেই ভাতা ১৮০০ টাকা থেকে ৩ হাজারে উন্নীত করার দাবি করেছেন তারা। 

গত কয়েক মৌসুম ধরে বিপিএল ও ফেড কাপের ম্যাচগুলো বেশি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বাইরে। ভেন্যু ভেদে রেফারিরা যাতায়াত ভাড়া বাবদ এক-দুই হাজার টাকা পেয়ে থাকেন। এ খাতে ভেন্যু ভেদে আরও ৫০০ টাকা করে বৃদ্ধির প্রস্তাবনা রয়েছে। ঘরোয়া ফুটবলের দুই প্রতিযোগিতা শুরুর পূর্বে সভাপতি তাবিথ আউয়ালকে দাবি বিবেচনার অনুরোধ করেছেন রেফারিরা। আগামী শুক্রবার প্রিমিয়ার লিগের মাধ্যমে মূলত পুরোদমে ব্যস্ত সূচিতে থাকবে দেশীয় ফুটবল। ১৮ নভেম্বর রেফারিরা সভাপতিকে চিঠি দিলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

বাফুফের স্ট্যান্ডিং কমিটির মধ্যে অন্যতম রেফারি। নির্বাচনের পর বেশ কয়েকটি কমিটির চেয়ারম্যান মনোনীত হলেও রেফারিজ কমিটির চেয়ারম্যান ঠিক হয়নি। লিগ ও টুর্নামেন্ট শুরু হলে কোন ম্যাচে কোন রেফারি বরাদ্দ দেয়া হবে এটা খুবই সংবেদনশীল কাজ। এখনো চেয়ারম্যান মনোনীত না হওয়ায় ম্যাচে রেফারি বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রভাবের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা