প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩৯ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাঠে নামার আগের সাতটি ইনিংসে যশস্বী জয়সওয়ালের পঞ্চাশোর্ধ রানের ইনিংস কেবল একটিতে। অজিদের বিপক্ষে পার্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ওপেনার ৮ বল খেলে কোনো রান না করেই আউট হয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ৯০ রান করে। দারুণ এই এই ইনিংসের পথে টেস্ট ক্রিকেটের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে এখন সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যান ভারতের এই ওপেনার।
আরেক ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে উদ্বোধনী জুটি ভারতকে বড় লিডের পথে রেখেছে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়েই করে ফেলেছে ১৭২ রান। স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১০৪ রানে গুটিয়ে সফরকারীরা প্রথম ইনিংসে লিড পায় ৪৬ রানের। এরপর দ্বিতীয় দিন শেষে মোট ২১৮ রানে এগিয়ে ভারত।
প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার আক্ষেপ এবার মিটিয়ে দিলেন জয়সওয়াল। সেঞ্চুরির অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটার ৯০ রান করেন ২ ছক্কা ও ৭ বাউন্ডারির সাহায্যে। রাহুল প্রথম ইনিংসেও দেখান দৃঢ়তা; কিন্তু সেবার পারেননি বড় ইনিংস খেলতে। এবার ১৫৩ বলে স্রেফ ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ৬২ রানে অপরাজিত আছেন তিনি।
অস্ট্রেলিয়ায় একই ইনিংসে দুই ভারতীয় ওপেনারের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের দেখা মিলল ৩৮ বছর পর। সবশেষ ১৯৮৬ সালে এক টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সুনিল গাভাস্কার (১৭২) ও কৃষ্ণামাচারি শ্রীকান্ত (১১৬)।