× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ ও বিশ্বকাপ জিততে চান তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৭:০২ পিএম

এশিয়া কাপ ও বিশ্বকাপ জিততে চান তামিম

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৯ নভেম্বর মাঠে গড়াতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে ১৪ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি। যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। আসন্ন এশিয়া কাপের পাশাপাশি যুব বিশ্বকাপের শিরোপাও জিততে চান তিনি।

যুব এশিয়া কাপে অংশ নিতে আগামীকাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। আসন্ন আসরকে সামনে রেখে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করেছে বাংলাদেশ দল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। 

যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৩ সালে সবশেষ আসরের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল টাইগার যুবারা। আসন্ন আসরেও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী তামিম, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। আমাদের এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া পাঁচজন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারও শিরোপা জিততে পারব।’

বাংলাদেশ ক্রিকেটে একমাত্র বড় সাফল্য ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়। এবারও বিশ্বকাপ জিততেও বেশ আত্মবিশ্বাসী যুব টাইগার দলের অধিনায়ক, ‘আমাদের সঙ্গে বিশ্বকাপজয়ী কোচ আছেন। এটা খুবই অনুপ্রেরণাদায়ক। আমরা চাই এশিয়া কাপের পাশাপাশি যেন বিশ্বকাপও জিততে পারি। গত তিন-চার মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দাপুটে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দলের বন্ধনও অসাধারণ।’

এবারের যুব এশিয়া কাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এ ছাড়া ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের দল দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর নেপালের বিপক্ষে খেলবে। ৩ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা