প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৫:৫৭ পিএম
ব্রাজিলের ফুটবলে শনির দশা যেন কিছুতেই কাটছে না। সবশেষ বিশ্বকাপে ভরাডুবির পর পুরো দলে একপ্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে। কিন্তু এই হাওয়াবদল খুব একটা কাজে দিচ্ছে না সেলেসাওদের। দেশের ফুটবলের এই দশা দেখে যারপরনাই হতাশ রোনালদো নাজারিও। বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকারের মতে, পরিবর্তন আবশ্যক। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি হতে চান তিনি।
সম্প্রতি নিজের ‘ফেনোমেনোস ফাউন্ডেশন’-এর এক নিলামের অনুষ্ঠানে রোনালদো বলেছেন, 'গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। এতে পরিবর্তন আসেনি। আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি, আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। আমি (সভাপতি পদে) প্রার্থী নই, সামনে কোনো নির্বাচন নেই। এটা শুধুই আমার ইচ্ছা।'
সিবিএফের বর্তমান প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হলেও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর। ধারণা করা হচ্ছে, রদ্রিগেজ আবারও নির্বাচনে দাঁড়াবেন। তবে রোনালদোও যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রদ্রিগেজকে। তাই রোনালদোর এমন মন্তব্য বলে দেয়, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন।
গুঞ্জন রয়েছে, সভাপতি নির্বাচিত হলে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে নিয়োগের আপ্রাণ চেষ্টা চালাবেন রোনালদো। যদিও সিটিজেনদের সঙ্গে নতুন করে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছেন এই স্প্যানিশ কোচ। যদিও গার্দিওলা নিজেই একাধিকবার জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। আর এই সুযোগটাই কাজে লাগাতে চান রোনালদো। স্প্যানিশ কিংবদন্তিকে নিয়ে আসতে চান ব্রাজিলে।
এদিকে ২০২২ বিশ্বকাপের পর থেকে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে সময় পার করছে ব্রাজিলের ফুটবল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পরপরই ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। এরপর নতুন কোচের জন্য লম্বা সময় অপেক্ষায় থাকতে হয় ব্রাজিলকে। সে সময় অনেকটা আকস্মিকভাবে দৃশ্যপটে আসেন দরিভাল জুনিয়র।
সেলেসাওদের শুরুটা ইতিবাচক হলেও দ্রুতই ধারাবাহিকতা হারায় দরিভালের দল। কোপা আমেরিকা ব্যর্থতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়েও বেশ ধুঁকতে দেখা যাচ্ছে দলটিকে। সর্বশেষ নভেম্বরের উইন্ডোতে ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ব্রাজিল ড্র করেছে ১–১ গোলে। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোয় ব্রাজিল আদৌ নিজেদের খুঁজে পাবে কি না, তা নিয়েও আছে সংশয়।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ানশিপ ব্রাজিল সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রোনালদো। লম্বা সময় ধরে শিরোপাবঞ্চিত দলের এমন অবস্থায় ব্রাজিল দল যখন নানা সমস্যায় জর্জর, তখনই সামনে এসেছে আশার এই খবর। ২০২৬ সালে আমূল বদলে যেতে পারে ব্রাজিল দল। শুধু কোচের পদেই নয়, বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফের ভেতরেও।