× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল করেও আল নাসরকে জেতাতে পারলেন না রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৩:৩৫ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১৩:৪০ পিএম

গোল করেও আল নাসরকে জেতাতে পারলেন না রোনালদো

বয়সটা ৪০ ছুইছুই। ক্রিশ্চিয়ানো রোনালদো বুড়িয়ে গেছেন। এই বুঝি অবসরের ঘোষণা দিলেন বৈকি। পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে হয়ত নেটিজেনদের এমনই ভাবনা। কিন্তু বয়স বাড়লেও রোনালদো যে ফুরিয়ে যাননি সেটি আবারও মাঠে প্রমাণ করলেন।  দুর্দান্ত এক গোলে শুরুতেই আল নাসরকে লিড এনে দিলেন। কিন্তু দলের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হলো না সিআরসেভেনের। 

গতকাল শুক্রবার সৌদি প্রো লিগে আল কাদসিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ৯১১ নম্বর গোল করেন রোনালদো। তবুও ঘরের মাঠে প্রতিপক্ষের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে আল নাসর। এতে স্টেফানো পিওলির শিষ্যদের টানা ২১ ম্যাচের অপরাজিত যাত্রাও থেমে গেছে। একই সাথে লিগ শিরোপা জয়ের পথেও বেশ পিছিয়ে পড়েছে দলটি।  

কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কের ৩২ মিনিটে গোল করেন রোনালদো। চলতি মৌসুমে প্রো লিগে এটি তার সপ্তম ও আল নাসরের জার্সিতে ৫৭তম গোল। তবে এগিয়ে গিয়েও বিরতির আগে লিড ধরে রাখতে পারেনি আল নাসর। পাঁচ মিনিট পরই আল কাদসিয়াকে সমতা ফেরান হুলিয়ান কুইওনেস। 

দ্বিতীয়ার্ধে আল নাসরের পারফরম্যান্স আরও মলিন রূপ ধারণ করে। এই সুযোগেই এগিয়ে যায় সফরকারীরা। ৫১তম মিনিটে আল নাসরের দর্শকদের স্তব্ধ করে দেন ওবামেয়াং। দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। তাতে রোনালদোদের লিগের শিরোপা জয়ের আশা ম্লান হওয়ার পথে। 

সৌদি প্রো লিগে বর্তমানে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে  আল হিলাল। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দখলে আল ইতিহাদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা